নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বর্তমানে করোনাভাইরাস আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার বাসগুলো, ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের রেল স্টেশন চত্বরে নাকা চেকিং শুরু করল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।


আরও পড়ুনঃ জনতার স্বতঃস্ফূর্ত মতামতে ফালাকাটায় জারি ‘নিরাপত্তা জনিত বিধিনিষেধ’
যেহেতু সারাদেশের সঙ্গে যোগসুত্র বেঁধে দেয় এই খড়্গপুর স্টেশন সেই কারণে এমন পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। সংক্রমণ আটকাতে রেল পরিষেবা বন্ধ হওয়ার পর সোমবার সকাল থেকে খড়্গপুর রেল সেটেলমেন্ট এলাকায় বাইরের কোন লোকজনদের ঢোকা বন্ধ করতে রেল কলোনির বিভিন্ন এন্ট্রি পয়েন্টে নকাবন্দী শুরু করল আরপিএফ। রেল কলোনীর সাতটি এন্ট্রি পয়েন্টে এই নাকাবন্দী করা হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর। মূলত এলাকাকে সুরক্ষিত রাখার লক্ষ্যেই রেল দপ্তরের এমন পদক্ষেপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584