সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে সচেতনতার বার্তা দিল কোচবিহার জেলা পুলিশ

0
67

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে একমাত্র পথ স্বাস্থ্যবিধি মেনে চলা। করোনা সংক্রমণ রুখতে লকডাউনের প্রথম দিন থেকে মাস্ক পরার কথা বলা হলেও এখনও উদাসীন সমাজের একাংশ। মাস্ক না পরার জন্য আইনানুগ ব্যবস্থাও নিয়েছে পুলিশ। লকডাউন শেষ করে আনলক শুরু হবার পর থেকেই রাস্তায় মানুষের হুড়োহুড়ি। সামাজিক দূরত্ব শিকেয়, অনেকের মুখে নেই মাস্ক। বাস, প্রাইভেট গাড়ি, বাইক বা পথচলতি মানুষের মুখে মাঝে মধ্যেই দেখা মিলছে না মাস্কের।

police | newsfront.co
নিজস্ব চিত্র

মাস্ক ছাড়া মানুষের বিপদ আরও বাড়াবে বলে মনে করেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দিল কোচবিহার জেলা পুলিশ। সোমবার সকাল থেকে কোচবিহার পুলিশ লাইন চৌপথিতে সাধারণ মানুষদের মুখে মাস্ক পরিয়ে দেন খোদ কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর।

আরও পড়ুনঃ মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পাওয়া আদিবাসী মন্দিরার পাশে দাঁড়াল শুভেন্দু

এদিন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। এছাড়াও ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান ও অতিরিক্ত জেলাশাসক।

police officers | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিনেপুরে ৫০ নং ব্যাটেলিয়নের প্রতিষ্ঠা দিবস উদযাপন সিআরপিএফ-র

এবিষয়ে কোচবিহার জেলার ডিএসপি (ট্রাফিক) চন্দন দাস জানান, “কোচবিহার পুলিশের তরফে আজ মাস্ক দেওয়া হল, সাধারণ মানুষ যেন সুরক্ষিত থাকেন। করোনা ভাইরাসকে হারাতে গেলে সামান্য এই সুরক্ষা বিধি মেনে চলতেই হবে।”

প্রসঙ্গত, কোচবিহার জেলাজুড়ে প্রায় প্রতিদিনই নতুন করে করোনা সংক্রমণের হদিশ মিলছে। তবুও যেন সচেতন হচ্ছে না মানুষ। যদিও করোনা রুখতে সামজিক দূরত্ব ও মাস্ক ব্যবহারের কথা প্রথম থেকে বলা হচ্ছে তবুও সচেতন হচ্ছে না মানুষ। তাই এবারে সচেতন করতে উচ্চপদস্থ আধিকারিকরা পথে নামলেন। সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেন তারা। সেই মাস্কের উপরেও ‘মুখ ঢাকুন, দূরে থাকুন’লেখা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here