মাস্ক পরা অভ্যাস করাতে সিউড়িতে পুলিশি অভিযান

0
44

পিয়ালী দাস, বীরভূমঃ

সোমবার সিউড়িতে মানুষকে মাস্ক পরা অভ্যাস করাতে অভিযানে নামল পুলিশ।

এদিন বীরভূম জেলা পুলিশ ‘মাস্ক পরো সুস্থ থাকো’ অভিযান শুরু করে। এদিন সিউড়িতে মানুষকে সচেতন করতে পথে নামলেন বীরভূম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল ও ডিএসপি ডিএনটি অভিষেক মন্ডল। মানুষকে সচেতন করার পাশাপাশি কড়া হাতে পরিস্থিতি সামলালেন পুলিশ অফিসাররা। যেসব মানুষ মাস্ক ব্যবহার না করে বাড়ির বাইরে বেরিয়েছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়৷

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ জানিয়েছেন, সোমবার বীরভূমে চার হাজার মানুষকে পুলিশ গ্রেফতার করেছে মাস্ক ব্যবহার না করার জন্য। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন, নিজে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ রাখুন।

আরও পড়ুনঃ বাংলায় সপ্তাহে পাঁচ দিন খোলা থাকবে ব্যাঙ্ক

বাড়ির বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করার অনুরোধ করেন। তিনি জানান, বীরভূম জেলা প্রশাসন করোনা মোকাবিলার জন্য সব রকম ভাবে প্রস্তুত রয়েছে। সমস্ত বিষয় নজর রাখার জন্য জেলা পরিষদে আজ একটি ম্যারাথন বৈঠক হয়। বৈঠকে বীরভূম জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন।

বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, বীরভূম জেলার উনিশটি ব্লকে টাস্কফোর্স গঠন করা হয়েছে বিডিও, স্থানীয় থানার ওসি এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে। গোষ্ঠী সংক্রমণ হচ্ছে কিনা, এলাকায় কতজন মানুষ করোনাতে আক্রান্ত, সমস্ত তথ্য সংগ্রহ করা হবে এবং জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here