নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:-
পাথর বোঝায় লরির ধাক্কায় মৃত্যু হল ট্রেকারের এক যাত্রী। মৃত ট্রেকারের যাত্রী বহরমপুর থানার পুলিশ কর্মী।
ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই ট্রেকারের আরও চার যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত পুলিশ কর্মীর নাম ইজারুদ্দিন শেখ (৫৫)। বাড়ি নবগ্রাম। দুর্ঘটনাটি ঘটে কান্দি থানার গাঁতলায়। পুলিশ পাথর বোঝায় লরি ও ট্রেকার আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ পরস্থিতি সামাল দেয়।
এদিন বেলা বারোটা নাগাদ অফিস আসছিলেন ইজারুদ্দিন শেখ। তিনি একটি ট্রেকারের পিছনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় পিছন থেকে একটি পাথর বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারে ধাক্কা মারে।ট্রেকারের পাঁচ যাত্রী গুরুতর জখম হয়। জখম যাত্রীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ইজারুদ্দিন শেখকে মৃত বলে ঘোষনা করেন। বাকিদের চিকিৎসা চলছে। ইজারুদ্দিন বহরমপুর থানায় কর্তব্যরত ছিলেন। বুধবার রাতে ডিউটি সেরে বাড়ি গিয়েছিলেন। এদিন কাজে যোগ দিতে আসার পথেই দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া জেলা পুলিশ মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584