নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই রাজ্যের সীমান্ত এলাকাগুলি সিল করে দিয়েছে রাজ্য সরকার। তার মধ্যেও পুলিশের নজর এড়িয়ে নদীপথে মালদহে ঢুকে পড়ছে পরিযায়ী শ্রমিকরা। সে কারণে কোন প্রকার স্ক্রিনিং ছাড়াই ভিন রাজ্য বা অন্য জেলা হয়ে আসা ওইসব শ্রমিকদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর একটা আশংকা থেকে যাচ্ছে।

তবে এই পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ জেলা পুলিশ। তাই নদী পেরিয়ে যাতে আর কোনও পরিযায়ী শ্রমিকরা মালদহে গোপনে ঢুকে পড়তে না পারে। সে জন্য নৌকায় নজরদারি চালাচ্ছে মোথাবাড়ি থানার পুলিশ।
আরও পড়ুনঃ লকডাউনের জেরে অনাহারে দিন কাটাচ্ছে ঘাসিপুরের তিন নাবালক শিশু
শুধু দিনের আলোয় নয়, রাতের অন্ধকারেও নদীতে কড়া নজরদারি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
জানা যায়, গোটা জেলায় ভিন রাজ্য থেকে আসা বেশিরভাগ পরিযায়ী বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এখন পর্যন্ত কোনও শ্রমিকের জ্বর বা সর্দিকাশির লক্ষন পাওয়া যায়নি।
তবে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গোটা কালিয়াচক-২ নম্বর ব্লকে এখনও পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ হোম কোয়ারেন্টাইনে আছেন। নদীপথ দিয়ে বহু শ্রমিক মালদহে ঢুকছে। তাই বাধ্য হয়ে পুলিশের পক্ষে দিন রাত গঙ্গায় নজরদারি বাড়ানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584