দিনহাটায় গাঁজার বিরুদ্ধে পুলিশি অভিযান

0
50

অমৃতা চন্দ, কোচবিহারঃ

অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশি অভিযান জারি রয়েছে দিনহাটায়। শুক্রবার দিনহাটা ১ ব্লকের বড় আটিয়াবাড়ী এক গ্রাম পঞ্চায়েতের রাসবাড়ী এলাকায় প্রায় ২১ বিঘা জমির গাঁজা চাষ নষ্ট করে পুলিশ ও আবগারি দপ্তর। গত প্রায় দুই মাস ধরে বিভিন্ন স্থানে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে। এদিন বড় আটিয়াবাড়ী এলাকায় পুলিশি অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত সহ অন্যান্যরা। অবহিত গাঁজা চাষের বিরুদ্ধে এই অভিযান চলবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

নিজস্ব চিত্র

দিনহাটা থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে গাজার বিরুদ্ধে অভিযানে প্রায় ২৫০ বিঘা জমির গাজা নষ্ট করা হয়। প্রসঙ্গত গাজা পাচারকারীরা নতুন পদ্ধতিতে দিনহাটার বিভিন্ন গ্রামে কারবার শুরু করেছে। প্রথম পর্যায়ে গ্রামীণ এলাকায় গ্রামের সাধারণ মানুষকে কম সময়ে অধিক লাভের প্রলোভন দেখিয়ে গাঁজা চাষ করাচ্ছে পাচারকারীরা। আর এতেই গ্রামের সাধারণ মানুষ যাদের সামান্য জমি রয়েছে তারা নানাভাবে প্রলোভিত হয়ে পড়ছে। আর এই প্রলোভনের ফাঁদে পা দিয়েই তারা নিজেদের জমিতে গাঁজা চাষ করছে। এই গাঁজা বড় হওয়ার পরই পাচারকারীরা এলাকায় এসে তা কেটে নিয়ে যায়। এরপর বিভিন্ন পদ্ধতিতে তা বাজারজাত করা হয়।

নিজস্ব চিত্র

মহকুমা পুলিশ আধিকারিক মানবেন্দ্র দাস জানান গত দেড় মাসে দিনহাটা মহকুমার তিনটি থানার অন্তর্গত বিভিন্ন গ্রামে পুলিশি অভিযানে রেকর্ড সংখ্যক সফলতা মেলে। তিনি জানান তিনটি থানার অধীন প্রায় দুই হাজার বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করা সম্ভব হয়। পুলিশ আধিকারিক বলেন অবৈধ গাজার বিরুদ্ধে যেভাবে অভিযান শুরু হয়েছে তাতে এই চাষের সাথে যারা যুক্ত রয়েছে তাদের আগামীতে গাঁজা চাষ করার ক্ষেত্রে ভাবতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here