শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা ভাইরাসের আতঙ্ক থেকে বাচতে মাস্ক বা স্যানিটাইজেশন বাজারে বেশি দামে বিক্রি রোধ করতে এবার বালুরঘাট শহরের ওষুধের দোকানগুলিতে হানা দিল পুলিশ।
আজ বিকালে বালুরঘাট শহরের ব্যস্ততম অফিস এলাকায় দুটি ওষুধের দোকানে আচমকাই হানা দেয় জেলা পুলিশের ইনফোর্সমেন্টের আধিকারিকরা।
আরও পড়ুনঃ কাকদ্বীপে করোনা সংক্রমণে আতঙ্কিত যুবক
যদিও পুলিশ ওই ওষুধের দোকান গুলিতে হানা দিলেও দোকানগুলির তরফে পুলিশকে জানানো হয় তাদের কাছে এই মুহুর্তে মাস্ক বা স্যানিটাইজেশনের কোন মাল মজুত নেই। কেননা ন্যায্য দামে তারা ওই সব সামগ্রী ডিলারের কাছ থেকে না পাওয়ায় তারা ওই মাল বিক্রি করার জন্য মজুত করেনি।
যদিও এই মুহুর্তে এই আতঙ্কে চাহিদা থাকলেও মাল মজুত না থাকার দরুন কোন গ্রাহকের কাছেই তারা বিক্রি করতে পারছেনা। বেশি দাম নেবার তো প্রশ্নই নেই বলে ওষুধের ব্যবসায়ীরা জানিয়েছে।
যদিও পুলিশ কালোবাজারে এই সব জিনিষ বিক্রি যাতে না হয় সেদিকে নজর দিয়েই আজ থেকে বালুরঘাট শহরের পাশাপাশি জেলার অন্য শহর গুলিতে নজরদারি চালাবে বলে জানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584