সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
করোনা আবহে রাজ্যকে সংক্রমণ মুক্ত করতে ইতিমধ্যেই লকডাউন জারি করেছে সরকার। আর এই লকডাউনের প্রভাবে রাজ্যে বন্ধ সমস্থ দোকানপাট। আর এই বন্ধের তালিকায় রয়েছে জেলার সমস্ত মদের দোকানগুলিও।
সেই কারণেই দিশেহারা হয়ে পড়েছে মাদকের সাথে যুক্ত সুরাপ্রেমীরা। আর তাই সুরাপ্রেমীদের কথা মাথায় রেখেই বাড়িতেই মদ বানাতে উদ্যোগী হল যমুনাখালী , জীবনতলা সাগর থানা এলাকার কয়েকটি পরিবার।
আরও পড়ুনঃ রায়গঞ্জে লকডাউন উপেক্ষা করে বাইরে বেরনোয় আটক বাইক-টোটো
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার এই এলাকাগুলিতে গিয়ে ঠেক ভাঙল পুলিশ। এমনকি ওই এলাকার পুকুর থেকে মদ তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
এর পাশাপাশি এদিন চোলাই বানানোর জন্য ১২০ কেজি গুড় ও ২০ লিটার ফার্মেন্টেড সহ অন্যান্য সামগ্রীও উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি এক ব্যক্তিকে আটক করা হয়। শুধু তাই নয় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলাও রুজু করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584