নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পরে এবার করনদিঘি। ভেজাল তেলের যে রমরমা কারবার চলছে, তা নিয়ে আর কোন সন্দেহের অবকাশ থাকছেনা। করনদিঘি থানার টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ডের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে একটি সরষের তেলের গোডাউনে প্রচুর পরিমাণ ভেজাল সরষের তেল বাজেয়াপ্ত করলো করণদিঘী থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে টুঙ্গিদিঘির গোডাউনে পৌঁছতেই একটি গাড়ির তেলের ট্যাঙ্কার গোডাউনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। ওই তেলের গাড়িটি থেকে পাইপ লাগিয়ে তেল ভিতরের ঘরে গোডাউন মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে নামি কোম্পানির সরষের তেল প্রচুর পরিমাণে খালি টিনের মধ্যে ভর্তি করার কাজ চলছে।
আরও পড়ুনঃ কর্মী মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচি বিজেপির
গোডাউনের ভিতর থেকে নামি দামি প্রচুর পরিমাণে খালি তেলের টিন উদ্ধার করে পুলিশ, তেল নামানোর পাইপ সহ, মেশিন বাজেয়াপ্ত করে করণদিঘি থানার পুলিশ। গোডাউন মালিককে আটক করা হয়েছে। গোডাউনটিতে পুলিশ তালাবন্ধ করে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584