মনিরুল হক,কোচবিহারঃ
শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল সাগরেদ সহ গাড়ি চুরি চক্রের এক পাণ্ডা।তার কাছ থেকে প্রচুর পরিমাণ ফেন্সিডিল সহ পিকাপ একটি ভ্যানও উদ্ধার হয়েছে।পশ্চিম বঙ্গ থেকে অসম যাওয়ার পথে কোচবিহারের বক্সিরহাট থানার সংকোস নদীর সেতুর উপর থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।মঙ্গলবার কোচবিহার পুলিশ লাইন হল ঘরে সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানান,গাড়ি চুরি চক্রের ওই পাণ্ডার নাম রতন পাল।তাঁর বাড়ি কোচবিহার শহর লাগোয়া বাবুরহাট নীলকুঠি এলাকায়।আর সাগরেদের নাম বিজয় রায়।সে নিউ কোচবিহার সংলগ্ন বাইশগুড়ি এলাকার বাসিন্দা।এদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন তাঁকে আদালতে তুলে ১৪ দিনের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
আরও পড়ুন: পাল্টি খেল পাথর বোঝায় ট্রাক
চোখের পলকে চার চাকার গাড়ি হাতিয়ে নেওয়ায় পটু রতন পালকে দীর্ঘদিন ধরেই খুঁজছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ।তাঁর বিরুদ্ধে কোচবিহার তো বটেই আলিপুরদুয়ারের মাদারি হাট, জলপাইগুড়ি ও শিলিগুড়ি থানায় অভিযোগ রয়েছে। কিন্তু কোন ভাবেই পুলিশ তাঁকে পাকড়াও করতে পারছিল না।এদিন রাতে অসমের কোঁকড়াঝাড় জেলার গোঁসাইগাঁও এলাকায় ওই চোরাই গাড়িতে করে নেশার জন্য ব্যবহার করা ফেন্সিডিল পাচার করার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সমর্থ হয়।ইতিমধ্যেই কোচবিহার জেলা পুলিশ উত্তরবঙ্গের বিভিন্ন থানায় রতন পাল গ্রেপ্তার হওয়ার খবর পৌঁছে দিয়েছে। পুলিশ সুপার বলেন,“যে পিকাপ ভ্যানটি উদ্ধার হয়েছে,তার কোন কাগজপত্র রতন পালের কাছে পাওয়া যায় নি।তাই আশঙ্কা করা হচ্ছে চোরাই গাড়ি করেই ফেন্সিডিল পাচার করা হচ্ছিল।এছাড়াও যে সমস্ত থানায় গাড়ি চুরি নিয়ে অভিযোগ রয়েছে,তাকে জিজ্ঞাসাবাদ করে সেই গাড়ি গুলো উদ্ধার করার চেষ্টা করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584