মনিরুল হক, কোচবিহারঃ
কিছুদিন ধরে গাঁজা চাষ বন্ধ করতে অভিযানে নেমেছে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ। রবিবার কোচবিহারের মাঘপালা এলাকায় প্রায় ৩৫ বিঘা জমির গাঁজা নষ্ট করে তারা। পুলিশের পক্ষ থেকে এ দিন গাঁজা গাছ কেটে জ্বালিয়ে দেওয়া হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকা থেকে প্রায়ই গাঁজা চাষের অভিযোগ ওঠে আসছিল। একাধিকবার পুলিশ অভিযান চালানো সত্বেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
এরপরই হঠাৎ করে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে সেখান থেকে বিভিন্ন গাঁজা ক্ষেতের গাছগুলি কেটে জ্বালিয়ে দেয় তারা। অবৈধ কার্যকলাপ বন্ধে নিয়মিত অভিযান চালাবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ ৩০ কেজি গাঁজা উদ্ধারে চাঞ্চল্য আইআইটি চত্বরে
এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার ডা: সন্তোষ নিম্বালকর বলেন, কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় অবৈধ গাঁজা চাষ নষ্ট করার অভিযান চলছে। আর সেই কারণেই জেলা পুলিশ ওই এলাকায় হানা দেয়।
পাশাপাশি তিনি আরও বলেন, সারা জেলা জুড়ে এখন ও নিকট ভবিষ্যতে এরকম অভিযান লাগাতার চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584