নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
লঙ্কাপাড়ায় খুনের অভিযোগে ধৃত দ্বীপরাজ ছেত্রী ওরফে দিপুকে দিয়ে শনিবার ঘটনার পুনর্নির্মান করল পুলিশ।এদিন দীপুকে লঙ্কাপাড়ার সেই হোটেলে নিয়ে যাওয়া হয় যেখানে ২০ ডিসেম্বর গুলির লড়াইয়ে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল।দীপু দেখিয়ে দেয় কোথায় খুন হয়েছিল, কোথায় কার দেহ পড়ে ছিল।
এদিকে, লঙ্কাপাড়ায় খুনের সূত্র ধরে তুলসীপাড়া চা বাগানের বড় লাইনের একটি বাড়ি থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ উদ্ধার হল একটি সেভেন এম এম পিস্তল।খবর লেখা পর্যন্ত কোনো গুলি উদ্ধার হয় নি।অস্ত্র রাখার অভিযোগে কেউ গ্রেফতারও হয়নি।
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর ভোররাতে দুষ্কৃতী দলের ধুন্ধুমার লড়াইয়ে অশান্ত হয়ে উঠেছিল বীরপাড়া থানার লঙ্কাপাড়া এলাকা।গুলির লড়াইয়ে নিহত হন দুই যুবক।নিহতরা হলেন নিরঞ্জন ছেত্রী(৩৪) ও জ্যেঠা রাই।
এদিন, সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ রামঝোরা চা বাগানের বিচ লাইনে হানা দেয় পুলিশ।সেখানেই বাড়ি দ্বীপরাজ ছেত্রী ওরফে দীপুর।তার বাড়ির আঁতিপাঁতি তন্ন তন্ন করে অস্ত্রের খোঁজে তল্লাশি চালায় পুলিশ।তবে,অস্ত্র মেলেনি।ওই এলাকা থেকে কোনো সূত্র ধরে পুলিশ বাহিনী উল্টোপথ ধরে সন্ধ্যা ছয়টা নাগাদ যায় তুলসীপাড়া চা বাগানে।সেখানেই মেলে আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,বর্তমানে পুলিশ হেফাজতে পাঁচ অভিযুক্তকে জেরা করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার গনেশ বিশ্বাস বলেন, প্রয়োজনে রিমান্ডের মেয়াদ বাড়ানোর জন্য আদালতে আবেদন জানানো হবে।
আরও পড়ুনঃ ব্রিগেড সমাবেশের আগে কাটোয়ায় তৃণমূলের মহামিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584