নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
প্রচুর পরিমানে বে আইনি মদ উদ্ধার করল ফালাকাটা থানার পুলিশ।বে আইনি মদ রাখার অভিযোগে একটি ধাবার মালিককেও গ্রেফতার করা হয়েছে। ফালাকাটা থানার এই অভিযান কে প্রশংসা করেছেন স্থানিয় বাসিন্দারা। ফালাকাটার স্থানিয় বাসিন্দা প্রবীর দাস বলেন, “ এত দিন পুলিশ সব দেখেও চোখ বুজে থাকতো। ধাবাতে মদ পাওয়া যায় । এটা সকলেরই জানা কিন্তু এবার পুলিশ অভিযান চালালো ।পুলিশের এই ভূমিকা সত্যিই প্রশংসার যোগ্য।এর ফলে এলাকায় বে আইনি কার্যকলাপ অনেক কমে যাবে।”
জানা গেছে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ফালাকাটার থানার পুলিশ এই মদ উদ্ধার করে। ফালাকাটা থানা সুত্রে জানা গেছে, ফালাকাটা থানার অধিন ধুপগুড়ি মোরের একটি ধাবাতে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ একটি অভিযান চালায়। ধাবার মালিক গ্রেফতার করা হয়েছে। পুলিশের এই অভিযান ঘিরে এদিন ফালাকাটা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফালাকাটা থানার আই সি সৌম্যজিত রায় বলেন, “ এই অভিযান লাগাতার চলবে। ধাবায় মদ বিক্রির কোন বৈধ লাইসেন্স ছিল না।সেই কারনে এই অভিযান চালানো হয়েছে।এবং ধাবার মালিককে গ্রেফতার করা হয়েছে।একই কায়দায় আমরা অন্যান্য ধাবাগুলোতেও অভিযান চালাব। পুলিশ পুলিশের কাজ করবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584