নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
অবৈধ বালি পাচার নিয়ে বাঁকুড়ায় অভিযোগ নতুন কিছু নয়। এবার রাতের অন্ধকারে অভিযান চালিয়ে বালি তোলার কাজে ব্যবহৃত চারটি জেসিবি আটক করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে ওন্দার নবজীবনপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদী থেকে ঐ চারটি জেসিবি আটক করা হয় বলে খবর।

সূত্রের খবর, দ্বারকেশ্বর নদীর নবজীবনপুর এলাকায় বালি তোলার বিষয়ে কোন সরকারি অনুমোদন নেই। তারপরেও এক শ্রেণীর বালি মাফিয়া দিনের পর দিন সম্পূর্ণ অবৈধভাবে বালি তুলছে অভিযোগ আসে।
আরও পড়ুনঃ ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা প্রবেশ করতে পারেনি, কোনও সেনা চৌকিও দখল হয়নি মোদী
এই ঘটনায় শাসক দল ও প্রশাসনের একাংশ জড়িত থাকার অভিযোগ করেছে বিজেপি। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি হরকালি প্রতিহার বলেন, ‘প্রশাসনের তরফে লোক দেখানো আটক করা হয়েছে ঐ চারটি জেসিবি। এই কাজে সরাসরি শাসক দলের মদত রয়েছে।’ তিনি বলেন, ‘অবিলম্বে এই অবৈধ বালি পাচার বন্ধ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।’
এদিকে বাঁকুড়া জেলাশাসক অরুণ প্রসাদ বলেন, ‘অবৈধভাবে বালি তোলার জন্য ওই জেসিবি মেশিন গুলিকে আটক করা হয়েছে। জেসিবি গুলি সিজ করা হয়েছে। আইনের মধ্য দিয়ে এর ব্যবস্থা করা হবে। যেসব জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছি সেখানে টিম গিয়ে তল্লাশি করছে। আগামী দিনেও এই তল্লাশি চলবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584