নিজস্ব সংবাদদাতা,কাটোয়াঃ
কাটোয়া শহরে পচা মাছ ও মাংস রান্না করার অপরাধে কাটোয়া শহরের আদালত সংলগ্ন একটি হোটেল বন্ধ করে দিলেও পৌরসভা। এছাড়াও বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ মালিকদের তলব করেছে পৌরসভা ও পুলিশ। ট্রেড লাইসেন্স খতিয়ে দেখে ঐসমস্ত হোটেল মালিক ও রেস্তোরাঁ মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
। সোমবার কাটোয়া শহরে যতসব হোটেল ও রেঁস্তোরায় অভিযান চালায় পুলিশ ও পৌরসভার কর্মচারীরা। জানা গিয়েছে এদিন দশটি হোটেলে ও দুটি রেস্তোরাঁতে অভিযান চলে।
শহরের প্রধান কেন্দ্রবিন্দু আদালত চত্বর ও শুভ স্মৃতি রোডে অভিযান চলে। শুভ শুভ ছিটি রোডে একটি বিরিয়ানির দোকানে পচা বিরিয়ানি উদ্ধার করেছে পুলিশ।
এই বিরিয়ানি দোকানটিও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
অভিযান দলটি বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় গিয়ে দেখতে পেয়েছেন যে খাবারের মান নিম্নমানের এবং অধিকাংশ খাবারের দোকানে পচা মাছ এবং মাংস বিক্রি করে মানুষদের খাওয়ানো হয় এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে এবং প্রতিনিয়ত ও নজরদারি বাড়ানো হবে বলে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ জানিয়েছে পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই মানুষদেরকে পচা মাছ মাংস খাওয়ানো যাবে না।
পৌরসভার তরফ থেকে মাঝেমধ্যেই শহরের বিভিন্ন হোটেল ও রেস্তোরা তে এই ধরনের আচমকা অভিযান চালানো হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
কাটোয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জীব ঘোষ জানিয়েছেন যে কোনভাবেই হোটেলে এবং রেস্তোরাতে পচা মাছ মাংস রান্না করা যাবেনা আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584