শিব শঙ্কর চ্যাটার্জি,দক্ষিণ দিনাজপুরঃ
তীর ধনুক নিয়ে বালুরঘাট থানা ঘেরাও করে জেল ভরো আন্দোলন বহুজন ক্রান্তি মোর্চা সমর্থকদের।রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বহুজন ক্রান্তি মোর্চা সমর্থকরা মিছিল করে বালুরঘাট থানার সামনে জমায়েত হয়ে বালুরঘাট থানা ঘেরাও করে জেল ভরো আন্দোলনে সামিল হয়।
আন্দোলনকারীদের দাবী ভারতীয় সংবিধানের ১৯নং ধারা অমান্য করে গুজরাট সরকার বহুজন ক্রান্তি মোর্চার পরিবর্তন যাত্রায় চলতি বছরের ২২শে অক্টোবর আমেদাবাদের সমাপ্তি অনুষ্ঠান পুলিশ বাতিল করে দেয় এবং আন্দোলকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করে ও মিথ্যা মামলা দায়ের করে। এরই প্রতিবাদে এদিন তারা বালুরঘাট সহ সারা দেশের ৩১টি রাজ্যের ৫৫০টি জেলার ৪০০০ মহকুমায় একযোগে জেল ভরো আন্দোলন করছে।সংবিধানের অনুচ্ছেদের ১৯ নং ধারার সমর্থনে এদিন বহুজন ক্রান্তি মোর্চারা জেল ভরো কর্মসূচী পালনের মধ্য দিয়ে এদিন তারা সংরক্ষণ নীতিকে বেসরকারীকরন করে লাগু করা ও শেষ করার অভিযোগ এনে তার বিরুদ্ধে প্রতিবাদও জানায়।
বহুজন ক্রান্তি মোর্চার জেল ভরো কর্মসূচীকে কেন্দ্র করে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়ন করা হয় বালুরঘাট থানা এবং বালুরঘাট থানা সংলগ্ন জেলা সমাহর্তালয় চত্বরে।আন্দোলনরত সংগঠন সূত্রে জানা গেছে এই একই দাবীতে এরপর আগামী ২৬শে নভেম্বর ব্লক স্তরে জেল ভরো আন্দোলন করতে চলেছে বহুজন ক্রান্তি মোর্চা।বহুজন ক্রান্তি মোর্চা-র পক্ষে সুরাই হাসদা বলেন ” ৫ দফা দাবীর ভিত্তিতে আমাদের আন্দোলন চলছে।”এর পাশাপাশি সুরাই হাসদা এদিন হুশিয়ারি দিয়ে বলেন “যতক্ষণ পর্যন্ত আমাদের সাংবিধানিক অধিকার আমাদেরকে দেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বৃহত্তর আন্দোলন চলতেই থাকবে।”
আরও পড়ুনঃ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বার্ষিক সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584