লকডাউন চলাকালীন নবদ্বীপে বে-আইনি বিল্ডিং নির্মাণের কাজ রুখলো পুলিশ

0
37

শ্যামল রায়, নবদ্বীপঃ

করোনা ভাইরাসের জেরে লাগাতার চলছে লকডাউন। আর এই লকডাউন সফল করার জন্য ইতিমধ্যে নবদ্বীপ থানার তরফ থেকে হ্যান্ডবিল এবং মাইক ব্যবহারের মাধ্যমেও, এমনকি রাস্তায় ছবি এঁকেও প্রচার চলছে জোরকদমে।

Illegal work | newsfront.co
নিজস্ব চিত্র

এত কিছুর মাঝেও বুধবার সাত সকালে দেখা গেল নবদ্বীপ থানার স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সামনে, বিশাল একটি নালা ভরাট করে, তার মধ্যে বিল্ডিং তৈরির জন্য ঢালাইয়ের কাজ চলছে। আর এই বিল্ডিংটি নির্মাণের জন্য বহু কর্মীরা এই কাজের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি বিল্ডিং তৈরির কাজও করছিলেন কর্মীরা। তবে এদিন নবদ্বীপ থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

Building making | newsfront.co
নিজস্ব চিত্র

যদিও লকডাউনকে কেন্দ্র করে নবদ্বীপ থানার পুলিশ সেখানে ধরপাকড় করছে। শুধু তাই নয় ধৃতদের নবদ্বীপ আদালতে পাঠায় পুলিশ। এর পাশাপাশি রীতিমতো এই লকডাউনকে অমান্য করে প্রচুর রাজমিস্ত্রি নিয়ে এই বিল্ডিং তৈরীর ঢালাই এর কাজ করাচ্ছেন স্থানীয় এক ব্যক্তি। অথচ স্থানীয় প্রশাসন কিছুই জানতে পারল না বলে এলাকার মানুষ প্রশ্ন তুলেছে।

আরও পড়ুনঃ আইসিডিএস সেন্টার থেকে পোকা খাদ্য সামগ্রী দেওয়ায় বিক্ষোভ গ্রামবাসীদের

তবে এ বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি হরিদাস দেবনাথ জানিয়েছেন যে, “বিষয়টি সম্পূর্ণ বে-আইনি। আমাদের সরকার বিরোধী কাজ। লকডাউন মেনে মানুষ যেখানে গৃহবন্দী আর সেক্ষেত্রে সাত সকালে গর্ত বন্ধ করে বিল্ডিং তৈরীর কাজে চলছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে আমি পুলিশের সাথে কথা বলবো এবং পরবর্তী পদক্ষেপ নেব”।

এর পাশাপাশি নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক কল্লোল কুমার ঘোষ জানিয়েছেন যে, ‘খবর পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছি এবং কাজ বন্ধ করে দিয়েছি’। এমনকি পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here