নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শনিবার আলিপুরদুয়ারে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে মাদারিহাটে বিজেপির আলিপুরদুয়ার সাংসদ জন বারলা ও বিধায়ক মনোজ টিগ্গাকে আটকে দিল পুলিশ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন আলিপুরদুয়ার পুলিশ সুপার কার্যালয়ে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল।

সেই কর্মসূচিতে যোগ দেবার জন্য এদিন সকালে মাদারিহাটের উদ্দেশ্যে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্ত থেকে রওনা দেয় বিজেপি কর্মী সমর্থকরা। কিন্ত মাদারিহাটে সাংসদ জন বারলা ও বিধায়ক মনোজ টিগ্গাকে আটকে দেয় পুলিশ।
আরও পড়ুনঃ জল বাড়ছে মহানন্দায়,আশঙ্কা ভাঙনের
পরবর্তীতে তারা রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে, প্রায় আধ ঘন্টা আটকে থাকার পর পুনরায় সাংসদ জন বারলা, বিধায়ক মনোজ টিগ্গা সহ বিজেপি কর্মীরা আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584