নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
টানা ২১ দিন চলা লকডাউনের আজ দ্বিতীয় দফার প্রথম দিন। আর করোনা মোকাবিলার জন্য এই দ্বিতীয় দফার লকডাউনকেই কার্যত পাখির চোখ করেছে প্রশাসন। তাই বুধবার আচমকাই বিহার সীমান্তবর্তী রায়গঞ্জ ব্লকের বিশাহার গ্রামে হানা দিল পুলিশ।
এদিন নদীতে স্নান করতে থাকা বাসিন্দারা, হঠাৎ গ্রামে পুলিশকে ঢুকতে দেখে ছুটে পালিয়ে যান। এদিকে ওই গ্রামে রয়েছে কুলিক নদী। আর এই নদীর ওপাড়েই রয়েছে বিহার। এর পাশাপাশি কুলিক নদীর জলস্তর কম থাকায় খুব সহজেই বিহার থেকে মানুষ এপারে বাংলার ভুখন্ডে বিশাহার বা গোড়াহার গ্রামে প্রবেশ করতে পারে।
আরও পড়ুনঃ করোনা তহবিলে অর্থ প্রদান মেদিনীপুর টাউন স্কুলের
আর সেই অনুমানেই, এই লকডাউনের সুযোগে কেউ বিহার থেকে ওই গ্রামে আশ্রয় নিয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে গ্রামে হাজির হয় রায়গঞ্জ থানার পুলিশ।
তবে এদিন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে কুলিক নদীর ঘাটে মাইক যোগে লক ডাউন নিয়ে সচেতন করেন গ্রামবাসীদের। পাশাপাশি বিহারের কোনও বাসিন্দা এই গ্রামে আশ্রয় নিয়ে থাকলে, আশ্রিত এবং আশ্রয়দাতা উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয় পুলিশ।
যদিও অন্যদিকে বুধবার সকালে বিহারের বারসই, কাচনা ইত্যাদি জায়গা থেকে প্রচুর মানুষ রেললাইন ধরে পা-এ হেঁটে রায়গঞ্জে আসে বলে পুলিশ সূত্রে খবর।তবে তাদের খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584