নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার মেদিনীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দিনেশ কুমার।

পুলিশ সুপার দিনেশ কুমার বলেন পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা পজেটিভ ১১৭ জনের রয়েছে। তার মধ্যে শতাধিক পরিযায়ী শ্রমিক। তিনি বলেন বিশেষ করে গুজরাট, দিল্লি ,তামিলনাডু,মহারাষ্ট্র থেকে ফিরে এসেছেন ওই পরিযায়ী শ্রমিকেরা। তিনি আরও বলেন যে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জেলার প্রতিটি এলাকায় স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে ঘুরে বিষয়টি খতিয়ে দেখছেন। সেই সঙ্গে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ ভেন্টিলেশনে থাকা করোনা রোগীর ওপর প্রথম বার প্লাজমা থেরাপি প্রয়োগ বেলেঘাটা আইডিতে
পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতর একই সঙ্গে কাজ করছে। সেই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কারও কোন কিছু অসুবিধা হলে সরাসরি পুলিশ প্রশাসনকে জানানোর জন্য জানানো হয়। যদি কারও কোন কিছু জানার থাকে তাহলে সরাসরি তারা পুলিশকে ফোন করে জানতে পারবেন বলে তিনি জানান।
প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে সামাজিক দূরত্ব মেনে চলার আবেদনও জানান। তিনি বলেন, সুস্থ থাকুন ভালো থাকুন, ভয় পাবেন না গুজবে কান দেবেন না বাড়িতে থাকবেন। দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। বাড়ির বাইরে বেরোলে মুখে মাস্ক পরে বেরোতে আবেদন জানান পুলিশ সুপার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584