মুসলিমদের জেলে ঢোকানোর হুমকি, মীরাটের সরু গলিতে সাম্প্রদায়িক হাওয়া

0
94

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিএএ-র প্রতিবাদে দেশ জুড়ে প্রতিবাদের যত চরম নজির দেখা গেছে, তার মধ্যে উত্তরপ্রদেশের মীরাটে সব থেকে বেশি বিক্ষোভের আগুন জ্বলেছিল।

police super | newsfront.co
মীরাটে মুসলিমদের শাসাচ্ছেন পুলিশ সুপার। চিত্র সৌজন্যঃ এনডিটিভি

গত শুক্রবার মীরাটে বিক্ষোভকারীদের পাথর ছোঁড়া আর হিংসার মুখোমুখি হয়েছিল পুলিশ। ছয়জনের মৃত্যু ঘটেছিল এই এলাকায়। গত শুক্রবার মীরাটের এক মুসলিম অধ্যুষিত এলাকায় পরিস্থিতি তদারকি করতে গিয়েছিলেন মীরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং। তাঁরই সাম্প্রদায়িক মন্তব্য নিয়ে গোটা এলাকা-সহ দেশে চাঞ্চল্য শুরু হয়েছে।

মীরাটের একটি মুসলিম অধ্যুষিত এলাকায় শুক্রবার নামাজের পর নতুন করে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভকে সামাল দিতে সাম্প্রদায়িক মন্তব্য করেন মীরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং। টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে যে ওই পুলিশ সুপার-সহ পুলিশের কয়েকজন কর্মকর্তা সরু একটি গলি দিয়ে হাঁটছেন।

আরও পড়ুনঃ প্রতিবাদীদের উচিত শিক্ষা দিয়েছেন আদিত্যনাথ, হ্যাশট্যাগ দিয়ে টুইট ‘মহান মুখ্যমন্ত্রী’র

স্কাল ক্যাপ পরা কিছু মুসলিমদের উদ্দেশ্যে অখিলেশ সিং বলছেন, “কোথায় যাবে? এই গলিটা আমি ঠিক করে যাব।” উত্তরে ওই মুসলিম সম্প্রদায়ের লোকগুলি যখন জানান তাঁরা কেবলই নামাজ পড়ছিলেন, তখন অখিলেশ সিং পাল্টা জবাব দেন, “সে ঠিক আছে। নাহলে আপনাদের যাঁরা কালো আর নীল ব্যাজ পরে আছেন, তাদের পাকিস্তানে চলে যেতে বলুন।”

ভিডিওটিতে দেখা যায়, অখিলেশ নারায়ণ সিং বেশ কয়েকবার ওই গলি দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও ফিরে ফিরে এসে ওই মুসলিম ভদ্রলোকদের হুমকি দিয়ে সাম্প্রদায়িক কথা বলছেন। তিনি আরও বলেন, “দেশে থাকার ইচ্ছে না থাকলে চলে যাও। আসবে এক জায়গা থেকে, আর বাস করবে অন্য কোথাও…”

আরও পড়ুনঃ অভিনেতা কুশল পাঞ্জাবীর ঝুলন্ত দেহ উদ্ধার

এখানেই শেষ নয়, কিছুটা উঁচু গলায় শাসিয়ে দিয়ে পুলিশ সুপার বলেন, “প্রত্যেকটা ঘর থেকে এক এক জনকে জেলে ঢোকাব আমি। শেষ করে দেব সবাইকে।”

কোন পরিস্থিতিতে এই কর্মকর্তা এমন সাম্প্রদায়িক প্ররোচনা দিয়েছেন তা স্পষ্ট নয়। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি বিবৃতিতে অখিলেশ বলেছেন, “প্রসঙ্গটি হ’ল অসামাজিক কিছু মানুষ পাকিস্তানপন্থী বক্তব্য দিচ্ছিলেন। আমরা সবাই ওখানে দেখতে এসেছিলাম কারা কারা পাকিস্তানপন্থী বক্তব্য রাখছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here