আসছে পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেন, রেলস্টেশন পরিদর্শন পুলিশ সুপারের

0
77

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

পরিযায়ী শ্রমিকরা স্পেশাল ট্রেনে করে বাঁকুড়া আসার আগে রেলস্টেশন পরিদর্শন করলেন একদিকে বাঁকুড়া জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও এবং অন্যদিকে বাঁকুড়া সাংসদ সুভাষ সরকার।

police super visit to bankura railway station | newsfront.co
নিজস্ব চিত্র

বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতার মোট বারোশো পরিযায়ী শ্রমিক আগামীকাল সকাল ছটা নাগাদ বিশেষ ট্রেনে করে বেঙ্গালুরু থেকে বাঁকুড়া স্টেশনে এসে পৌঁছাবে।

আর তার আগে বাঁকুড়া স্টেশন চত্বর ঘুরে স্টেশনের বিভিন্ন পরিকাঠামো দেখলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার। ক্ষতিয়ে দেখলেন সমস্ত বন্দোবস্ত সঠিকভাবে করা হয়েছে কিনা, কোথাও কোনো খামতি রয়েছে কিনা। পুলিশ সুপার কোটেশ্বর রাও বলেন প্রশাসনিক নির্দেশমতো পরিযায়ী শ্রমিকদের জন্য যা যা নিয়ম রয়েছে তা পালন করা হবে।

Police super | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি স্টেশন চত্বর ঘুরে দেখলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি বলেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিশেষ ট্রেনে বাঁকুড়া আসছেন তাদের ট্রেন থেকে নামার পরে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা দেখার জন্য আমি এসেছিলাম।

আরও পড়ুনঃ পর্যাপ্ত রেশন পেতে মালদহের দোকানে লম্বা লাইন গ্রামবাসীদের

এখানে এসে দেখলাম বাঁকুড়া রেলকর্মীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে সমস্ত বন্দোবস্ত করেছেন। কিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেন থেকে নামতে হবে তারপর কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন সেন্টারে যেতে হবে, কিভাবে স্বাস্থ্য বিভাগের কাউন্টারে যেতে হবে।

নিজের ভূয়শী প্রশংসা করে তিনি বলেন, আমি অত্যন্ত গর্বিত ট্রেনটাকে বাঁকুড়া আনতে পেরেছি বলে।

বাঁকুড়া স্টেশন মাস্টার বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য সবরকম ব্যবস্থা আমাদের তরফে করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here