সায়ন্তনের উস্কানির বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

0
93

পিয়ালী দাস, বীরভূমঃ

উস্কানিমূলক বক্তব্যের জেরে রাজ্যে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর বিরুদ্ধে মামলা করলো পুলিশ । সিউড়ি থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে।  পুলিশ সূত্রে জানা গিয়েছে  জামিন অযোগ্য ধারা সহ  কয়েকটি ধারাতে  মামলা হয়েছে  বিজেপির রাজ্য সম্পাদকের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপার ছুটিতে থাকায় সরকারিভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।। তবে জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন উনি যেভাবে  জেলা শাসকের বিরুদ্ধে  মন্তব্য করেছেন সেটা ঠিক নয়। সেই কারণে বিজেপি রাজ্য সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

নিজস্ব চিত্র

গত বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে বিজেপির জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির সময়  সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বক্তব্য রাখতে গিয়ে বলেন ,

অনুব্রত মণ্ডলের নাম না করে কার্যত দিলীপ ঘোষের সুরে  তিনি বলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে তাকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হবে। না হলে এনকাউন্টার হবে। যে রকম যোগী সরকারের রাজ্যে বিভিন্ন দুষ্কৃতীরা তাদের অন্যায় কবুল করছে। যদি না কবুল করছে তাদের এনকাউন্টার হচ্ছে। এর সঙ্গে সঙ্গে তিনি  বীরভূমের জেলা শাসক কেউ কার্যত হুমকির সুরে বলেন,”আমাদের আজকেরটা প্রতীকী কর্মসূচী এরপর  মঞ্চের মাধ্যমে বিক্ষোভ দেখানো হবে সেখানে কেউ মশারি টাঙ্গাতে এলে সেই মশারিতে আগুন দিয়ে পুড়িয়ে দেব এবং সেই আগুনে জেলাশাসকেও  পুড়তে হবে।” জেলা শাসকের বিরুদ্ধে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিউড়ি থানাপুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করে শুক্রবার। সেদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন বিধায়ক শমীক ভট্টাচার্য, বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ অন্যান্য নেতাকর্মীরা। বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন তৃণমূল কে সন্তুষ্ট করতে গিয়ে বীরভূম জেলা পুলিশ প্রতিদিন কোনো না কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করছে। পুরুলিয়া থেকে যে কয়েকজন বিজেপি কর্মীকে বীরভূমে গন্ডগোল পাকানোর দায়ে গ্রেফতার করা হয়েছে তারা কোন দিন এ জেলাতেই আসেনি। পুলিশের এই ভূমিকা আমরা নিন্দা করছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here