সুদীপ পাল,বর্ধমানঃ
কর্মের ফল খুব তাড়াতাড়ি মিলল মাছের গাড়ি আটকে তোলা আদায় করছিল পুলিশ।টাকা না পেয়ে গাড়ির চালক এবং খালাসিকে মারধরের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে।সেই অভিযোগের উপর ভিত্তি করে এক এএসআই -কে সাসপেন্ড করল আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। বরখাস্ত করা হল দুই সিভিক ভলেন্টিয়ারকেও।
ডিসি (পূর্ব) অভিষেক মোদী এই সিদ্ধান্তের কথা জানান।প্রসঙ্গত উল্লেখ্য,গত সোমবার দুই নম্বর জাতীয় সড়কে বিধাননগরের কাছে একটি মাছের গাড়িকে আটকায় নিউটাউন থানার পুলিশের একটি গাড়ি।মাছের গাড়ির চালকের কাছ থেকে টাকা দাবি করেছিল পুলিশ। টাকা দিতে না চাওয়ায় সেই গাড়িটিকে ধাওয়া করে বেনাচিতি বাজারের কাছে এসে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা মারধর করেছিল গাড়ি চালক এবং খালাসিকে।
আরও পড়ুনঃ পুলিশকে আক্রমণের অভিযোগে গ্রেফতার দুই সিভিক ভলান্টিয়ার্স
ঘটনাস্থলে বেনাচিতি বাজারের ব্যবসায়ীরা উপস্থিত হয়ে পুলিশকর্মীদের ঘিরে ধরে।নিউজ ফ্রন্ট-এর ক্যামেরায় সেই খবর বিস্তারিত ভাবে দেখানো হয়েছিল।পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে পথ অবরোধ করেছিল ব্যবসায়ীরা। মারের চোটে মাছের গাড়ির আহত চালককে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।আজ সেই বাজার স্তব্ধ।ইদের সময় ব্যবসা মার খাওয়াতে রীতিমতো ক্ষুব্ধ ব্যবসায়ীরা।তাঁদের দাবি পুলিশের এই অত্যাচার বন্ধ হোক।
সেদিন পুলিশকর্মীদের গায়ে হাত তোলা হয়েছিল তা নিয়ে ডিসি (পূর্ব) অভিষেক মোদি বলছেন, পুলিশকর্মীদের মারধর এর সাথে জড়িত যারা ছিলেন তাদের খোঁজ চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584