অবাক নেট জনতা! টুইটে এলন মাস্ককে অভিনন্দন জেফ বেজোসের, ধন্যবাদ বললেন মাস্ক

0
56

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

এলন মাস্ক, স্পেস এক্স-এর প্রতিষ্ঠাতা ও সিইও। প্রথম বেসরকারি মহাকাশ ‘পর্যটন’ লঞ্চ করেছে তাঁর সংস্থা। সাধারণের জন্য খুলে গিয়েছে মহাকাশ পর্যটনের দরজা।

Jeff Bezos Elon Musk
জেফ বেজোস-এলন মাস্ক

এলন মাস্কের সংস্থার ‘অল সিভিলিয়ান ইন্সপিরেশন৪ ক্রু’ -এর সাফল্যে বৃহস্পতিবার টুইট করে সিইও এলন মাস্ক-কে অভিনন্দন জানালেন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, অ্যামাজন এবং ব্লু অরিজিন সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। টুইটে বেজোস লিখেছেন, ’অভিনন্দন! এলন মাস্ক ও স্পেস এক্স টিম’কে গত রাতের সফল ইন্সপিরেশন ৪ লঞ্চ এর জন্য, ভবিষ্যতের দিকে আরেক পা এগিয়ে যাওয়ার জন্য, যেখানে মহাকাশ সকলের জন্য উন্মুক্ত। অপেশাদার নভশ্চরদের নিয়ে মহাকাশ যাত্রা কয়েক বছর আগেও ছিল ভাবনার অতীত ।‘

উল্লেখ্য, এই জেফ বেজোসই এই বছরের গোড়ায় মহাকশ পর্যটনে অংশ নিয়েছিলেন। এই সম্পূর্ণ বিষয়টিকেই তিনি বর্ণনা করেছেন, ’এমন এক ভবিষ্যতের দিকে অগ্রগতি যেখানে মহাকাশের দরজা আমাদের সকলের জন্য খোলা।‘ উল্লেখ্য, স্পেস এক্স কর্তা এলন মাস্কও অত্যন্ত নম্রভাবেই টুইট করে ধন্যবাদ জানিয়েছেন বেজোসকে।

আরও পড়ুনঃ মহাকাশ যাত্রার ইতিহাসে ‘ল্যান্ডমার্ক’ সৃষ্টি করে মহাকাশে পাড়ি দিল স্পেস এক্সের ‘ইনস্পিরেশন ৪’

মজার বিষয় হল, এই ক্ষেত্রে সৌজন্যমুলক আলাপচারিতা দেখা গেলেও, সাধারণত এই দুই বিলিওনেয়ারের মধ্যে এমন মধুর সম্ভাষণ সাম্প্রতিককালে বড় একটা দেখা যায়নি। যদিও দুজনেই বিলিওনেয়ার, দুজনেই বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় আছেন , মহাকাশ নিয়ে দুজনেরই সমান আগ্রহ ও উৎসাহ তবুও বড়ই তীব্র দ্বন্দ্ব দুজনের মধ্যে যা একাধিকবার জনসমক্ষে চলে আসে। তাই এমন মধুর সম্ভাষণে চমকে গিয়েছে নেট জনতা।বিখ্যাত ইউটিউবার ‘MrBeast’ দুজনের উদ্দেশ্যে টুইট করে লিখেছেন, ‘দেখুন তো! কেমন বন্ধুত্বপূর্ণ লাগছে আপনাদের!”

একই ভাবে লিখেছেন, আরেক মার্কিন ব্যবসায়ী জেসন কেলাকানিস। তিনি লিখেছেন, “ এমন ভাবে কথা বলে ভাল লাগছে তো! “

কেউ আবার মজা করে লিখেছেন,” একি! আপনাদের তো একে অপরের প্রতি বিরক্ত হওয়ার কথা ছিল!” এভাবেই দুজনকে নিয়ে জমে উঠেছে টুইটার এর দেওয়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here