রায়দিঘিতে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর

0
43

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে কান ধরে ওঠবোস করানোর পর রায়দিঘিতে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে পাল্টা পঞ্চায়েত অফিসে চড়াও হন বিজেপি কর্মীরা। রাস্তা অবরোধও করা হয়।

political conflict | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন কুমার ঘাঁটু দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করার পর তাকে কান ধরে ওঠবস করান গ্রামবাসীরা। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও। এই ঘটনায় ওই পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুনঃ ইটাহারে ব্যাপক বোমাবাজি, জখম ৫

ঘটনার পর স্বপন কুমার ঘাঁটুকে বহিষ্কার করে তৃণমূল। ঘটনার পর গতকাল রাত থেকে ৩০ থেকে ৪০ জন বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হন তৃণমূল কর্মীরা বলে অভিযোগ। সেখানে গিয়ে তারা মারধর শুরু করেন। এদিন সকালে স্থানীয় বিজেপি সমর্থকরা নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসে চড়াও হন। বোলে বাজার এলাকায় রায়দিঘি রোড অবরোধ করেন তারা।

আরও পড়ুনঃ হরিশ্চন্দ্রপুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত পুলিশ

ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে সামাল দিতে পথে নামেন রায়দিঘি থানার পুলিশ। ঘটনাস্থলে আসে মথুরাপুর ২ নম্বর ব্লকের বিডিও, ডিএসপি। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় উত্তেজিত জনতার। তাদের দাবি, ‘তৃণমূল তাদের দোষ ঢাকতে বিজেপিতে বেছে বেছে মারধর করছে। ভাঙচুর করা হচ্ছে বাড়ি। অথচ গতকাল যারা ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হয়েছেন, তারাই এই আন্দোলন করেছিলেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here