নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ছাত্র ভর্তি নিয়ে জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসে ।
যার ফলে ৬০ জন ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় বসতে পারেনি। ওই ঘটনাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে ঠিক সেই সময় সোমবার সকালে সিপিএম দলের ছাত্র সংগঠন এসএফআই-এর পক্ষ থেকে কেশপুর সুকুমার সেনগুপ্ত কলেজ চত্বরে বেশকিছু পোস্টারিং করা হয়।
ওই পোস্টার গুলিতে লেখা রয়েছে কেশপুর কলেজের ছাত্র-ছাত্রীর ভর্তির টাকা খেয়ে নিয়ে তাদের অনিশ্চিত করে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ এটাই ওদের দিদির অনুপ্রেরণা।
আরও পড়ুনঃ “ট্রাম্প গো ব্যাক” স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল কোচবিহারে
কয়েকশো পোষ্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে কলেজ চত্বর। যার ফলে কেশপুর কলেজ লাগোয়া এলাকায় সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই ছাত্র সংগঠনের পক্ষ থেকে যারা ছাত্র ভর্তির টাকা খেয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।তবে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এসএফআই ছাত্রসংগঠনের আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584