কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মেলা ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক

0
145

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে অবস্থিত এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। আর এই তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত মেলাকে কেন্দ্র করে এবার তৈরি হল নতুন বিতর্ক। গত কয়েক মাস ধরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন একেবারেই বন্ধ। কোনক্রমে ধুঁকে ধুঁকে চলছে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের কাজ। এমন পরিস্থিতিতে লাভের থেকে লোকসান হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের। যার জন্য বাকি পড়ে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ঠিকাদারদের কোটি কোটি টাকা। আর এর মাঝে তৈরি হয়েছে নতুন বিতর্ক। যেখানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে  ঠিকাদার বকেয়া বাকি পড়ে রয়েছে সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত মেলাতে ব্যয় করা হচ্ছে কোটি কোটি টাকা। আর এই নিয়েই বর্তমানে শুরু হয়েছে জেলার রাজনীতিতে নতুন বিতর্ক।

নিজস্ব চিত্র

উল্লেখ্য, কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট পরিচালিত কেটিপিপি মেলায় প্রত্যেকদিন অনুষ্ঠানের জন্য আনা হচ্ছে কলকাতার নামকরা শিল্পীদের। যার জন্য ব্যয় করা হচ্ছে কোটি কোটি টাকা। অপচয় হচ্ছে বিদ্যুতেরও। কিন্তু এ নিয়ে কোনো রকম ভ্রুক্ষেপ নেই তাপবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের। বিতর্কে জড়ানো এই মেলার উদ্বোধন করেছেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধারে উদ্বোধকের পাশাপাশি মন্ত্রীকে এই মেলার প্রধান উপদেষ্টা তালিকার মধ্যেও থাকতে দেখা গেছে। আর তাই বিতর্কের মধ্যে তৈরি হয়েছে রাজনীতির ছোঁয়াও। মেলা বিতর্কে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়েক বলেন, “তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব কনস্যুলেটেড ফান্ড হয়েছে। আর সেই ফান্ড থেকেও কোটি কোটি টাকা একেবারে গায়েব করে দেওয়া হয়েছে। আমি শুনলাম তাপবিদ্যুৎ কেন্দ্রের এই মেলার উদ্বোধন করেছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে নিজেদের শ্রমিকরা বেতন বৃদ্ধি নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে । শ্রমিক টাকা দিতে পারছে না তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সেখানে এমন ধরনের মোচ্ছব বন্ধ হওয়া উচিত”।

নিজস্ব চিত্র

সূত্রের খবর, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে একাধিক দাবিতে স্মারকলিপি পেশ করেছিল তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকা শ্রমিকরা। এর একবছর কেটে গেলেও কোনরকম দাবি না মেনেই উল্টে পাওনা বকেয়া থেকে বঞ্চিত করছে কর্তৃপক্ষ। এ নিয়ে পাওয়ার প্লান্টের শ্রমিক ও অফিসাররা প্রতিবাদ করলে তাদের অন্যত্র স্থানান্তর করে দেওয়ার অভিযোগ উঠেছে তাপবিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে। তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূলের ঠিকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেক জাকির হোসেন বলেন, “আমরা এক বছর আগে  আমরা কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি পেশ করেছিলাম। বর্তমানে সেই দাবি পূরণ না করে কর্তৃপক্ষ আমাদের লসের কথা শোনাচ্ছেন। কিন্তু অন্যদিকে কোটি কোটি টাকা মেলার পিছনে ব্যয় করছে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। উল্টে আমাদের বেতন বৃদ্ধি করছে না। এক সময় এই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার জন্য কোলাঘাট ও মেচেদা এলাকার হাজার হাজার মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছিল।

নিজস্ব চিত্র

উল্টে তাদের বিনা মূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে তা  বাস্তবে রুপায়ন হয়নি। তবে কিছু সংখ্যক মানুষ তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হিসেবে কর্মে নিযুক্ত হয়েছেন। কর্মে নিযুক্ত হলেও বর্তমানে যেভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ক্রমে ক্রমে কমে যাচ্ছে সে নিয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির মুখপাত্র নারায়ন চন্দ্র নায়ক বলেন, “তাপবিদ্যুৎ কেন্দ্রের সেদিনের দেওয়া প্রস্তাব বর্তমানে পালন করা হয়নি। উল্টে শ্রমিকদের বকেয়া বাকি রেখে চলছে কোটি কোটি টাকার মেলা। এমন ভাবে চলতে থাকলে একদিন তাপবিদ্যুৎকেন্দ্র মরুভূমিতে পরিণত হবে।”

সবমিলিয়ে এখন  মেলা বিতর্কে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র।  তবেই বিতর্কের মাঝে কোন রকম মন্তব্য না করে মুখে কুলুপ এঁটেছে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here