পশ্চিম মেদিনীপুর জেলায় প্রার্থী ঘোষণার পরই শুরু দেওয়াল লিখন

0
120

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

tmc wall writing | newsfront.co
তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুক্রবার রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ২৯১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই সূত্রে আজ পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভা এলাকায় তৃণমূলের দলীয় কর্মী সমর্থকবৃন্দ এক জোট হয়ে দেওয়াল লিখনের মাধ্যমে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার শুরু করে দেয় নিজ নিজ এলাকায়। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর সদর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার।

cpim | newsfront.co
সুশান্ত ঘোষের সমর্থনে দেওয়াল লিখন। নিজস্ব চিত্র

নাম ঘোষণার সাথে সাথে প্রদীপ সরকারকে দলের কর্মীরা লাড্ডু দিয়ে মুখ মিষ্টি করায়। এবং বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের কাজ শুরু হয়। প্রদীপ বাবু নিজেই দেওয়াল লিখন করেন। ‌মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আগামী দিনে উন্নয়নের উপরে ভোট হবে। খড়্গপুর বিধানসভা থেকে অবশ্যই জিতব।” পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তথা পিংলা বিধানসভার প্রার্থী অজিত মাইতি সাংবাদিক সম্মেলনে জানান যে,”এই জেলার ১৫ টি আসনেই আমাদের জিৎ নিশ্চিত। আমাদের লড়াই শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে নয়, বাম কংগ্রেসের জোটের বিরুদ্ধেও লড়াই। ১৫ টির মধ্যে কমপক্ষে ৫ টি আসনে বিজেপিকে তৃতীয় স্থানে নামিয়ে আনব।”

cpim wall writing | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে নতুন – পুরোনোর মেলবন্ধনে দলের প্রার্থী তালিকা প্রকাশ মমতার

পাশাপাশি বাম-কংগ্ৰেস জোটের পক্ষ থেকেও প্রার্থী তালিকা ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here