মনিরুল হক, কোচবিহারঃ
ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার জেলার সিতাই। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার গাড়ি ভাঙচুর ও তাকে মারধর করার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে পাল্টা আক্রমন শুরু করে তৃণমূল। অভিযোগ, বিজেপির স্থানীয় নেতা প্রশান্ত বর্মণের বাড়ি ভাঙচুর করে তার বাড়ির জিনিস পত্র বের করে ফেলে দেয়। ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিতাই থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃনমূল কংগ্রেস নেতৃত্বরা।
এবিষয়ে বিজেপি নেতা প্রশান্ত বর্মণ বলেন, গতকাল রাতে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার গাড়িতে কে বা কারা আক্রমন করে তা আমার জানা নেই। কিন্তু রাতের বেলা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে ভাঙচুর করে এবং আমার ঘরের ভিতরের সমস্ত রকমের আসবাবপত্র বাড়ির বাইরে ফেলে দিয়ে ভাঙচুর চালায়। ওই ঘটনার সাথে আমার কোন সংযোগ নেই।
আরও পড়ুনঃপিকনিক স্পটে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ গুটখা
এবিষয়ে তৃণমূলের স্থানীয় নেতা নুর আলম হোসেন বলে, বিজেপির গোষ্ঠীদ্বন্ধের জেরে ওই বিজেপির নেতার বাড়ি ভাঙচুর করেছে বলে শুনেছি। ওই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই। সোমবার রাতে সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কোচবিহার বই মেলা থেকে বাড়ি ফিরছিল। সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গোসানীমারি এলাকায় বিধায়ককে দেখতে পেয়ে তার গাড়িতে হামলা চালায় ও তাকে মারধর করে বলে অভিযোগ। বর্তমানে তিনি কোচবিহারের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার জেরে তৃণমূল কর্মীরা স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করে। আমরা তাকে নিয়ে সারা রাত ব্যস্ত রয়েছে। বিধায়কের গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনাকে ঢাকতে বিজেপির এই নাটক বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584