তৃণমূল কাউন্সিলরের ছেলের যোগদান বিজেপিতে, রাজনৈতিক জল্পনা বহরমপুরে

0
373

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কানাই রায়ের ছেলে কৌশিক রায় বিজেপিতে যোগদান করেন। যিনি টলিউড জগৎয়ের সঙ্গেও যুক্ত। বহরমপুরের বাসিন্দা কানাই রায় প্রথমে কংগ্রেসের পরে অবশ্য দল বদল করে তৃণমূলে যোগদান করেন।

Kaushik Ray | newsfront.co
ফাইল চিত্র

তিনি জানান, তাকে তৃণমূল দলের কোনো অনুষ্ঠানে ডাকা হয়না। তৃণমূল কো-অর্ডিনেটর অশোক দাস ও টাউন সভাপতি নাড়ুগোপাল মুখার্জির ওপর ক্ষোভ উগরে দেন তিনি, পরিষ্কার জানিয়ে দেন দলে থেকেও তাদের জন্য জেল খাটতে হয়েছিল তাকে।

Kanai Ray | newsfront.co
কানাই রায়, কাউন্সিলর। নিজস্ব চিত্র

ছেলের দল বদল প্রসঙ্গে তিনি বলেন,”অভিনয়ের সঙ্গে যুক্ত, কলকাতায় থাকে তার নিজের খুশিমতো সে দল বদল করেছে।” তবে কানাই রায় জানান, তিনি তৃণমূল দলে আছেন এখনো। তিনি দলবদলের কোনো সিদ্ধান্ত নেননি। তবে তৃণমূল দলে তাকে সম্মান দেওয়া হয় না।

আরও পড়ুনঃ ‘উত্তরবঙ্গ থেকে অনেকেই আমাদের দলে যোগদান করবে’ শিলিগুড়িতে বললেন সায়ন্তন

Naru Gopal Mukherjee | newsfront.co
নাড়ু গোপাল মুখার্জি, টাউন সভাপতি। নিজস্ব চিত্র

রাজ্য রাজনীতিতে পশ্চিমবাংলা জুড়ে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে।
তবে কানাই রায় তার ছেলের দলবদল তার নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করেন। তবে তিনি তৃণমূল দলে আছেন তা পরিষ্কার জানিয়ে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here