সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ বহরমপুর রবীন্দ্র সদনে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সামনে পৌরসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই অনুষ্ঠিত হল বুধ ভিত্তিক কর্মী সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলার দুই মন্ত্রী সুব্রত সাহা ও অকরু জামান, এছাড়াও মালদা থেকে উপস্থিত হয়েছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বীরভূম থেকে সাংসদ অসিত মাল।
এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল সাংসদ খলিলুর রহমান, আবু তাহের খান, জেলা নির্বাচিত তৃণমূলের বিধায়কেরা। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক প্রকল্প ঘোষণা করছেন এরপরেও বিরোধীরা কি করে বলতে পারেন মানুষ উপকার পাচ্ছেন না। তাই সামনে পৌরসভা নিবাচনে সবকটিতেই মুর্শিদাবাদে তৃণমূলকে জয়লাভ করাতে হবে এবং মানুষের সামনে তুলে ধরতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গুলি। যে বাড়িতে নতুন ভোটার হয়েছে এবং অন্য জায়গা থেকে এসে বসবাস করছেন তাদের ভোটার লিস্টের নাম তুলতে হবে।
দুয়ারে সরকার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী দুয়ারের এসব প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সৈনিক হিসাবে কাজ করতে হবে সকলকে।
আরও পড়ুনঃ তৃণমূলে রাজীবের প্রত্যাবর্তন
এদিন শাওনি সিং রায় জানালেন, চেয়ারটা মানুষের দেওয়া তাই মানুষের হয়ে কাজ করতে হবে। আজ এই সভা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের সামনে পৌরসভা নির্বাচনে জোট বেঁধে কাজ করবার কথা বলেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584