সুদীপ পাল,বর্ধমানঃ
গত ৯ ডিসেম্বর রাতে কাঁকসায় বুথকমিটির মিটিং সেরে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপি কর্মী সন্দীপ ঘোষ।ঘটনায় অভিযোগের আঙুল ওঠে স্থানীয় প্রভাবশালী শেখ সাইফুল ও তার অনুগামীদের দিকে।বিজেপির পক্ষ থেকে নিহত কর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য করতে আসেন বাবুল সুপ্রিয়,দলের রাজ্য নেতা মুকুল রায়ের মত দলীয় উচ্চ কর্তাব্যক্তিরা।সন্দীপের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হলেও পরক্ষণেই ওই চেক নিতে তাঁরা অস্বীকার করেন।তিনি বলেন, সরকারিভাবে যদি কোন সাহায্য দেয়, বিধবা মেয়েটার চাকরির ব্যবস্থা করে দিলে সংসারটা বাঁচবে। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, তৃণমূল ২০ লক্ষ টাকা ও তাঁর দিদির চাকরির প্রলোভন দিয়েছে। তৃণমূল সম্পূর্ন ধাপ্পাবাজি করবে। যদিও তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: মেয়াদউত্তীর্ণ ঝাড়গ্রাম পৌরসভা,দায়িত্বে প্রশাসক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584