জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তালা, হয়রান ভ্যাকসিন নিতে আসা ভোটকর্মীরা

0
126

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রে হাজির ভোট কর্মীরা। কিন্তু স্বাস্থ্য কেন্দ্রের তালাই খোলেনি। এই ঘটনায় তুমুল হইচই ছড়ালো রবিবার সকালে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

Jateswar Heath centre | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য, ভোট কর্মীদের টিকা নেওয়ার জন্য তাঁদের মোবাইলে ম্যাসেজ পাঠাচ্ছে স্বাস্থ্য দফতর। সেই ম্যাসেজে টিকা নেওয়ার স্থান ও সময় দেওয়া রয়েছে। আর সেই অনুযায়ী আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ভোট কর্মীরা রবিবার সাত সকালেই হাজির হয়েছিল জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য।

Govt msg | newsfront.co
মোবাইলে আসা ম্যাসেজ। নিজস্ব চিত্র

সকাল ৯ টা থেকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে সময় দেওয়া থাকলেও বেলা ৯ টা গরিয়ে দশটা বেজে গেলেও স্বাস্থ্য কেন্দ্রের তালা খোলেনি। ঘটনাস্থলেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন ভোট কর্মীরা।

আরও পড়ুনঃ ২১ শে ফেব্রুয়ারি পালন মুর্শিদাবাদে

Amlan Gawal | newsfront.co
অম্লান ভাওয়াল, ভুক্তভোগী। নিজস্ব চিত্র

হাই স্কুল শিক্ষক অম্লান ভাওয়াল বলেন, “আমাদের মোবাইলে ম্যাসেজ এসে ছিল করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য। আগামী বিধানসভা নির্বাচনে আমাকে পোলিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। সকাল ৯ টা থেকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এখানে এসে দেখি স্বাস্থ্য কেন্দ্রের তালা খোলেনি। স্বাস্থ্য দফতরে ফোন করেও কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। এভাবে আমাদের সময় নষ্ট করলে চলবে কি করে!”

আরও পড়ুনঃ ভাইরাল বামেদের প্যারোডি ‘টুম্পা সোনা’, বিষম খাচ্ছেন সুদীপ্তা!

এদিন জটেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের খবর পাওয়ার পর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরাকে টেলিফোন করা হলে তাকে টেলিফোনে পাওয়া যায়নি। এবিষয়ে ফালাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থসারথি কয়াল বলেন, “স্বাস্থ্য কেন্দ্র টি খুলে দেওয়া হয়েছে। টিকা গ্রহণ শুরু হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here