মনিরুল হক, কোচবিহারঃ
নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও টিফিন না দেওয়ায় প্রশিক্ষণ নিতে এসে বিক্ষোভ দেখালেন ভোট কর্মীরা। আজ কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ শিবিরে ওই বিক্ষোভ হয়।
প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীদের অভিযোগ, তাঁদের কাছে নির্বাচন কমিশনের যে নির্দেশনামা এসেছে সেখানে ১৭০ টাকা করে টিফিনের জন্য বরাদ্দ করার কথা উল্লেখ রয়েছে। পাশের জেলা গুলোতে সেটা দেওয়াও হচ্ছে। কিন্তু কোচবিহারে প্রথম প্রশিক্ষণে এক কাপ লাল চা ছাড়া এদিন তাঁদের কিছুই দেওয়া হয়নি বলে অভিযোগ। ওই ঘটনাকে ঘিরে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় চত্ত্বরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুনঃ ভোটের আগে সরকারি গাড়ি রক্ষী ছেড়ে জনতার দুয়ারে বিধায়ক
প্রশিক্ষণ নিতে আসা পার্থ সরকার নামে একজন অভিযোগ করে বলেন, “এনিয়ে আমি দুদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত হয়েছি। প্রথম দিন শুধু লাল চা পেয়েছি। আজ কোন রকম টিফিন দেওয়া হয় নি। অথচ আমাদের অর্ডার কপিতে ১৭০ টাকা টিফিন বাবদ বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশন ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নিক, এটাই আমাদের আবেদন।”
আরও পড়ুনঃ চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ বিধায়কের বিরুদ্ধে, সরগরম ধূপগুড়ি
প্রশিক্ষণ নিতে আসা এক শিক্ষক বলেন, “আমাদের যেহেতু টিফিন দেওয়া হয়নি। তাই তার জন্য বরাদ্দ হওয়া টাকা আমাদের দেওয়া হোক। না হলে আমরা বিক্ষোভ দেখিয়ে যাবো।” তবে বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে কোন বক্তব্য পাওয়া যায় নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584