পিয়া গুপ্তা,করণদিঘিঃ
উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের দমোহনা এই নামটি খুবই পরিচিত। কারণ একটাই আজ থেকে কয়েক বছর আগে এখানেও কলকাতা মাঝারি হাটের মতন ব্রীজ দুর্ঘটনা হয়েছিল, গিয়েছিল বেশ কিছু মানুষদের প্রান,তখন তড়িঘড়ি সরকার থেকে পুনরায় আরেকটি ব্রিজ সেখানে তৈরি করে দেওয়া হয়,কিন্তু সেই ব্রিজের অবস্থা আজ ভীষণ খারাপ অথচ এই দোমোহনা ব্রিজের উপর দিয়ে সারা দিনে কয়েক প্রায় একহাজার যানবাহন চলাচল করে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগকারী এই সুদানি ব্রিজ বর্তমান অবস্থা খুবই বিপদজনক।
যেখানে সেখানে ব্রিজে ফাটল দেখা যায় সাধারণ মানুষরা এখন আতঙ্কের মধ্যে রয়েছে।আবার কবে এই ব্রিজের মাধ্যমে সেই পুরনো স্মৃতিকে আবার ফিরিয়ে নিয়ে আসে অর্থাৎ দুর্ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা থেকে আরম্ভ করে বিভিন্ন যানবাহনের চালকরা জানান বর্তমানে এই সেতুর অবিলম্বে সংস্কার করা দরকার নচেৎ আগামী দিনে যদি কোন দূর্ঘটনা ঘটে তাহলে বলার কিছু থাকবে না।এদিকে সেই নদীর উপর প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে চলছে একটু বৃষ্টি হলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় সেখানে যানবাহনের গতি যেমন কমাতে হয় ব্রিজের উপর দিয়ে যেতে গেলে।রাজ্যের মুখ্যমন্ত্রী সারা রাজ্যজুড়ে যখন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন ঠিক তখন এই ব্রিজের স্বাস্থ্য ফেরানো দরকার বলে মনে করছেন সাধারন মানুষ থেকে যানবাহনের চালকরা।
আরও পড়ুনঃ দুর্ঘটনাগ্রস্থ আহতদের উদ্ধার করে হাসপাতাল পাঠালেন বিধায়ক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584