নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মিশন নির্মল বাংলার অন্তর্গত স্বচ্ছ ভারত মিশন ওয়াটার স্যানিটেশন সেলের মাধ্যমে গ্রামীণ শৌচাগার নির্মাণের যে কাজ হয়েছে তা ব্যবহার করার আগেই নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। খসে গিয়েছে সিমেন্টের প্লাস্টার, ভেঙে পড়েছে শৌচাগারের বিভিন্ন অংশ। উঠে গিয়েছে রং।
অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার কুটি বস্তি সহ বিভিন্ন গ্রামে এ ধরনের অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। এলাকার বাসিন্দা মহম্মদ সইফুল জানান,নিম্ন মানের কাজ করার চেষ্টা করছেন তারা। দায়সারা ভাবে কাজ করার বিষয়টি তিনি বিডিও অফিসে জানাবেন।
আরও পড়ুনঃ ৪০ দিনের লকডাউনে খোলামেলা বাজার
পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ রাহী বলেন, এ বিষয়ে তিনি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবেন। প্রয়োজনে তা মেরামত করার ব্যবস্থা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584