কেন্দ্রের চাল অখাদ্য, সাংবাদিক সম্মেলনে বললেন শুভাশিস

0
54

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

কেন্দ্র সরকারের দেওয়াচাল অত্যন্ত নিম্নমানের প্রেস কনফারেন্স করে অভিযোগ করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস বটব্যাল ।

Subhasis batabyall | newsfront.co
শুভাশিস বটব্যাল। নিজস্ব চিত্র

নোবেল কোন ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য দেশজুড়ে চলছে লকডাউন। আর এইরকম কঠিন পরিস্থিতিতে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষগুলোকে। সেই সমস্ত সাধারণ মানুষের কথা চিন্তা করে কেন্দ্র সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেন্দ্র সরকারের ঘোষণা মতো বাঁকুড়া জেলায় এসে পৌঁছেছে বিনামূল্যে জনকল্যান যোজনার চাল ।

poor quality rice | newsfront.co
সাংবাদিক সম্মেলনে পার্থক্য প্রদর্শন। নিজস্ব চিত্র

তবে সেই চাল অত্যন্ত নিম্নমানের ও অখাদ্য সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস বটব্যাল। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এফ সি আই এর মাধ্যমে যে চালটা পাঠাচ্ছেন সে চালটা অখাদ্য চাল এবং মুখ্যমন্ত্রী যে চালটা পাঠিয়েছেন তা বেস্ট কোয়ালিটি। পাচ বছরের ছয় বছরের পুরাতন চালগুলো কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে এই চালগুলো কি বিলি করা যায়।

Subhas Sarkar | newsfront.co
সুভাষ সরকার। নিজস্ব চিত্র

এই চাল গুলো যদি বিলি করা যায় তাহলে মানুষের রোগ হতে পারে। আর এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। ওদের লজ্জা করা উচিত এরকম কঠিন পরিস্থিতিতে ওরা রাজনীতি করছে। আমরা ডিলারদে অনুরোধ করেছি আপনারা এই চাল তুলবেন না। যদি এই চাল বিলি করা হয় তাহলে আপনারা হেনস্তা হবেন । কেন্দ্র সরকারের উচিত অবিলম্বে এই চাল পরীক্ষা করে এবং পরিবর্তন করে বাঁকুড়াবাসির জন্য ভালো চাল দেওয়া।

আরও পড়ুনঃ রেশন না পেয়ে ডিলারের বাড়িতে বিক্ষোভ মালদহে

তবে তৃণমূলের তোলা এই অভিযোগকে কটাক্ষ করেছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার সুভাষ সরকার তিনি বলেন , যদি এই ধরনের কোন অভিযোগ থাকে তাহলে বস্তার ব্যাচ নাম্বার দিয়ে এবং বস্তা টিকে না খুলে স্যাম্পল চেক করে অভিযোগ করুক তাহলে অবশ্যই ব্যবস্থা করা হবে । তবে তৃণমূল চাল চুরি চাল পাল্টানো এসব বন্ধ করুক । প্রধানমন্ত্রীর জনকল্যান যোজনার চাল দিতে বাংলার মানুষকে এক মাস দেরি করল এর জন্য দায়ি রাজ্য সরকার এবং তৃণমূলের নেতারা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here