অস্বাস্থ্যকর জীবন যাপনই যেন নিয়তি মহিষাদলের এই অংশে

0
92

শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ

মহিষাদল শহর সন্ধ্যে নামলেই আলো ঝলমলে রাস্তাঘাট, বাজার।অথচ সেই মহিষাদল বাজারের পাশেই রয়েছে গড়কমলপুর ক্ষুদিরাম শিশু শিক্ষা কেন্দ্র,যার দূরবস্থা যে কোনও প্রত্যন্ত এলাকার স্কুলকেও হার মানাবে।
মুসলিম অধ্যুষিত এলাকাটিতে থাকা এই স্কুলের সামনে এখন প্রায় হাঁটু সমান জল। পানা ভর্তি সেই কাদা জল ভেঙেই পড়ুয়াদের আসতে হচ্ছে স্কুলে। অথচ জল নিকাশী সমস্যা মেটানোর কোনও উদ্যোগই নেই স্থানীয় প্রশাসনের।তবে এবার ক্লাসঘরে জল ঢুকে যাওয়ায় অনির্দিষ্ট সময়ের জন্য স্কুলটিকে ছুটি দেওয়া হয়েছে। এর ফলে শিশুদের পঠনপাঠনেও ব্যাপক সমস্যা হচ্ছে।অথচ সব জেনেও কেউই স্কুলটিকে চালু করার উদ্যোগ নিচ্ছেন না।

জমা জলেই বসবাস।নিজস্ব চিত্র

এই নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।দুর্গন্ধযুক্ত হাঁটু সমান জল ভেঙে বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে স্কুলে।এর ফলে যে কোনও সময় শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে।ব্লক প্রশাসন স্বাস্থ্য দফতর কারও কোনও হেলদোল নেই এই ঘটনায়।শুধু স্কুল নয়, সেই সঙ্গে জলে ডুবে রয়েছে পাশাপাশি একাধিক বাড়িও।জল নিকাশির সমস্যার জেরে একটানা জল জমে রয়েছে এই জায়গায়। কিন্তু এই নিয়ে পঞ্চায়েত, প্রশাসন সব জায়গায় ছুটে বেড়িয়েছেন এলাকার বাসিন্দারা। তারপরেও সমস্যা মেটানোর কোনও উদ্যোগ নেই প্রশাসনের এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের।
স্থানীয়দের অভিযোগ, জল নিকাশীর সমস্যায় প্রতি বছর এভাবেই ভেসে যায় এলাকাটি। ফি বছর নির্বাচন এলেই শুরু হয়ে যায় প্রতিশ্রুতির বন্যা।কিন্তু দুর্ভোগ কমে না কোনও মতেই।

আরও পড়ুনঃ সবং ব্লকে মৃত কয়েক হাজার গবাদিপশু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here