নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি গান ‘অপরাধী।’সেই গানকে রাজবংশী ভাষায় তৈরি করল ফালাকাটার #tag টিম।এই গানটি দশ বছরের মেয়ে অঙ্কিতা দাস গেয়েছে।এই গানটি শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় ফালাকাটায় নান্দনিক প্যালেসে।টিমের ডিরেক্টর আশুতোষ দাস বলেন, আমাদের এই গানটি ফালাকাটার সংলগ্ন এলাকায় শুটিং করেছি ।
এতে অভিনয় করেছেন অর্জুন সুব্রত, মৌমিতা সরকার ও তনুশ্রী বোস।আমাদের মতো এই ছোট জায়গার থেকে যে সমস্ত সুপ্ত প্রতিভা গুলি রয়েছে এগুলো কোথাও না কোথাও কিছুটা হলেও আত্মপ্রকাশ যাতে করতে পারে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে SAJME PRODUCTION।তিনি বলেন আমাদের করা এই ভিডিওটি যদি মানুষ পছন্দ করে তা হলে আগামী তে চেষ্টা করবো আরো ভালো কিছু দেবার।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নারায়ণ দত্ত,শিক্ষিকা কাঞ্চন বর্মন এবং সন্দীপা নন্দী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584