নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক তথা মেদিনীপুর বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর মধুসূদন গাঁতাই।পরিবার সূত্রে খবর,গতকাল কলকাতা বিমানবন্দর থেকে মেয়েকে আনতে গাড়িতে করে স্ত্রীকে সাথে নিয়ে গিয়েছিলেন মধুসূদন বাবু।ফেরার পথে গভীর রাত প্রায় ১ঃ৩০ নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কাছে জাতীয় সড়কে লরির সাথে মধুসূদন বাবুর গাড়ির ধাক্কা লাগে। ঘটনায় প্রান হারান এই শিক্ষক।গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী,মেয়ে ও গাড়ির চালক ভর্তি হাসপাতালে।ঘটনায় শোকের ছায়া মেদিনীপুর শহর জুড়ে। মাত্র পঞ্চাশ বছর বয়সী এই শিক্ষককে সকলে ভদ্র,নম্র একজন ভালো মানুষ হিসেবেই চিনতেন।রাজনীতিতে কোন বড় পদাধিকারী না হলেও শিক্ষামহল ও রসজনীতির মহলে এক ডাকে সকলে চিনতেন। ঘটনার জেরে মনভার অধিকাংশ শহরবাসীর।
আরও পড়ুন: যথেচ্ছভাবে চলছে ম্যানগ্রোভ ধ্বংস,নীরব প্রশাসন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584