জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা শিবির

0
64

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

awarness camp on Population control | newsfront.co
নিজস্ব চিত্র

আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হল বালুরঘাট জেলা গার্লস হাইস্কুলে। এনএসএস ইউনিটের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে জনসংখ্যা বিস্ফোরণের নানান দিক নিয়ে উপস্থিত অভ্যাগতরা আলোচনা করেন।

awarness camp on Population control | newsfront.co
নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি মাননীয় মাথিয়াস লেপচা তার বক্তব্যে বলেন ‘প্রতি সেকেন্ডে ভারতবর্ষে একান্নটি নবজাতক সন্তানের জন্ম হয়’ এর ফলে জন বিস্ফোরণের স্বীকার হয়ে পরেছে আমাদের দেশ । ১৭৫০ সালে চিনের জনসংখ্যা ছিল ২২ কোটি ৫০ লাখ। অর্থাৎ সেই সময়ে বিশ্বের ২৮ শতাংশ জনসংখ্যার বাস ছিল চিনে।
সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে সেই সংখ্যা। একটা সময়ে চিন ঠিক এই সংকটের মুখোমুখি হয়েছিল। তা রুখতেই সারা দেশে জারি হয়েছিল এক সন্তান নীতি। ধীরে ধীরে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে চিনের জনসংখ্যা বিস্ফোরণ। কিন্তু এবার চিনকে টপকে প্রথম স্থান দখল করতে চলেছে ভারত। জুন মাসে দি ওয়ার্ল্ড পপুলেশন প্রোস্পেক্টস ২০১৯ হাইলাইটস শিরোনামে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে ২০৫০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ৭৭০ কোটি থেকে বেড়ে ৯৭০ কোটি হবে।

awarness camp on Population control | newsfront.co
নিজস্ব চিত্র

রাষ্ট্রসংঘের প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে আগামী ৮ বছরের মধ্যেই জনসংখ্যার নিরিখে চিনকে পিছনে ফেলে দেবে ভারত। এখানেই শেষ নয়।একদিকে যখন ভারতে বাড়বে জনবিস্ফোরণ,তখনই অন্যদিকে ২০১৯ থেকে ২০৫০-এর মধ্যে প্রায় ২.২ শতাংশ কমবে চিনের জনসংখ্যা। ভারতে এই জন বিস্ফোরণ ডেকে আনতে পারে নানা ধরনের সংকট।

awarness camp on Population control | newsfront.co
নিজস্ব চিত্র

আজকের এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ আধিকারিক স্বর্ণেন্দু মন্ডল, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি মাথিয়াস লেপচা,ডিসিপিও জয়িতা মুখার্জী,জেলা মহিলা সুরক্ষা আধিকারিক তরুণ সামন্ত, দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাশ সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ ‘প্ল্যান করুন পালন করুন’ জনসংখ্যা স্থিতিকরণের পক্ষে সচেতনতা প্রচার

এনএসএস ইউনিটের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুচিত্রা মণ্ডল জানান,বিদ্যালয়ের মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here