ভারতে বাড়বে জনসংখ্যা, কমবে কার্যক্ষমতা, দাবি সমীক্ষা রিপোর্টে

0
79

সঞ্চারী সাহা ,ওয়েব ডেস্কঃ

বুধবার ল্যানসেট সমীক্ষায় প্রকাশিত তথ্য অনুযায়ী ২০৪৮ সালে ভারতবর্ষের জন সংখ্যা হবে ১.৬ বিলিয়ান ৷ ২০১৭ সালের তুলনায় যা ১.৩৮ বিলিয়ান বেশী। সমীক্ষা আনুসারে, ২১০০ সালে ভারত বিশ্বের অন্যতম জনবহুল দেশে পরিণত হলেও কার্যক্ষম জনসংখ্যা ভারত ও চীনের মতো দেশে উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে৷ যা দেশের আর্থিক বৃদ্ধিকে ভীষণ ভাবে ব্যাহত করবে।

Job requirement | newsfront.co
প্রতীকী চিত্র
  • ভারতে ২০-৬৪ বছর বয়স্ক কাজ করতে পারা মানুষের সংখ্যা ২০১৭ সালের তুলনায় ২১০০সালে প্রায় ১৮৪ মিলিয়ান হ্রাস পাবে৷ ল্যানসেট সমীক্ষায় এই তথ্য প্রকাশিত হয়েছে ৷
  • কাজ করতে সক্ষম এমন মানুষের সংখ্যা চলতি বছরেই ভারত চীন কে ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷ তবে কর্ম সক্ষম মানুষের সংখ্যা এদেশে কমবে ২০১৭ সালের তুলনায় ২১০০ সালে প্রায় ৫৯৩ মিলিয়ন ৷
  • জিডিপির নিরিখে ২১০০ সালে বিশ্বে ভারত সপ্তম থেকে তৃতীয় স্হানে উঠে আসবে বলে সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ এছাড়াও বলা হয়েছে জন্ম বৃদ্ধির হার ২০১৯ সালেই ২.১ কমেছে ৷ ২০৪০ সাল পর্যন্ত এই হারেই তা কমতে থাকবে ৷ মোট জন্ম বৃদ্ধির হার ২১০০ সালে হতে পারে ১.২৯৷
  • সমীক্ষায় ২১০০ সালে ভারত দ্বিতীয় বৃহত্তম মোট ইমিগ্রেশন দেশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরিসংখ্যানে তুলে ধরা হয় যে আগের চেয়ে পাড়ি জমানো মানুষের হার অনেক বেশি ৷

আরও পড়ুনঃ জিএসটি বসায় মূল্যবৃদ্ধি হচ্ছে আলকোহল ভিত্তিক স্যানিটাইজারের

  • গোটা বিশ্বে জনসংখ্যা ২০৬৪ সালের ৯.৭ বিলিয়ন ছুঁতে পারে বলে সমীক্ষায় উঠে এসেছে ৷ শতাব্দীর শেষ দিকে তা অবশ্য কমে হবে ৮.৮ বিলিয়ন ৷ জাপান ইটালি স্পেন সহ ২৩ দেশের জন সংখ্যা ৫০ শতাংশের বেশি কমে যেতে পারে ৷
  • বিশ্বের জন্মের হার ২০১৭ সালে ছিল ২.৩৭ ৷২১০০ সালে তা কমে ১.৬৬ হতে পারে বলে অনুমান ৷ সর্বনিম্ন হার হবে ২.১ ৷
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here