গাড়ি থেকে উদ্ধার পর্ণস্টারের রক্তাক্ত দেহ

0
187

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

গাড়ির ভিতর থেকে উদ্ধার হলষমির্কিনী পর্ণস্টার ডাহলিয়া স্কাই-এর রক্তাক্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লস অ্যাঞ্জেলসের সান ফার্নান্দো ভ্যালিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলির ক্ষত চিহ্ন রয়েছে ডাহলিয়ার শরীরে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন লস অ্যাঞ্জেলস পুলিশের গোয়েন্দা ডেভ পেটিক। বছর ৩১-এর ওই পর্ণস্টারের শরীরে গুলির ক্ষত ছাড়া আর কোনও আঘাতের চিহ্ন মেলেনি।

Dahlia Sky
পর্ণস্টার ডাহলিয়া স্কাই। ছবি: সংগৃহীত

তবে, পুলিশ সূত্রে এও জানা যায় যে, স্টেজ ফোর মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যানসার আক্রান্ত ছিলেন ওই পর্ন তারকা। তার জেরে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদেও ভুগছিলেন ডাহলিয়া। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এটি আত্মহত্যা হতে পারে। এই ঘটনায় এখনও তদন্ত চলছে।

২০১০ সালে পর্ন ইন্ডাস্ট্রিতে ডাহলিয়ার পথ চলা শুরু। সেইসময় বেইলি ব্লু নামে পর্ন দুনিয়ায় জনপ্রিয় ছিলেন এই মার্কিনী তরুণী। অল্প সময়েই পর্ন ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে নিজের অনস্ক্রিন নাম পালটে ফেলেন ওই পর্ণ তারকা। কারণ সেইসময় ওই একই নামে একটি বস্ত্র বিপণি ছিল। যার জেরে আইনি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। অবশেষে নিজের নাম বদলাতে বাধ্য হয়েছিভেন ডাহলিয়া।

আরও পড়ুনঃ প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী  অভিনেত্রী সুরেখা সিক্রি

এরপর বহু কাজ করেছেন এই পর্ণস্টার। দ্রুত দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়ে ছিলেন তিনি। প্রায় ৬০০ ভিডিও ক্রেডিট রয়েছে তাঁর। একসময় পর্ন ইন্ডাস্ট্রির অনেক অ্যাওয়ার্ডও পেয়েছিলেন ডাহলিয়া। সহকর্মীদের মতে, প্রাণচঞ্চল স্বভাবের ছিলেন ডাহলিয়া। আনন্দ করতে ভালবাসতেন। কিন্তু ব্রেস্ট ক্যানসার ধরা পড়ার পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন। হতাশ হয়ে পড়েছিলেন। যদিও সেই কারণেই ডাহলিয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন কিনা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ রক্ত দিয়ে অন্বেষার নাম লিখলেন ভক্ত, রাগী পোস্ট অভিনেত্রীর

প্রসঙ্গত, কিছুদিন আগে সেন্ট পিটার্সবার্গের একটি বহুতল থেকে পড়ে মৃত্যু হয় ২৯ বছরের পর্নস্টার ক্রিস্টিনা লিজিনার। এর সঙ্গে ডালহিয়ার মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাই এই ঘটনায় খুনের সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ময়নাতদন্তের জন্যা পাঠানো হয়েছে ডাহলিয়ার মৃতদেহকে। সেই রিপোর্ট এলেই স্পষ্ট হবে ডাহলিয়ার মৃত্যুর কারণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here