করোনা থাবায় সংকটে পট শিল্পীরা

0
103

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

করোনার ছায়া এবার লক্ষ্মী পুজোতেও। করোনার কারণে প্রতিমার বাজার এবার মন্দা। যদিও বাজার মন্দা থাকলেও নিজেদের পূর্ব পুরুষদের ঐতিহ্য বহন করে নিয়ে যেতে এখনও পট বা সরায় লক্ষ্মী গড়ে ক্ষুন্নিবৃত্তি সারছেন বালুরঘাটের অল্প কিছু পটুয়া। লুপ্তপ্রায় হতে থাকা এই শিল্পকে টিকিয়ে রাখাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। মুখ ফিরিয়ে নেওয়ারয কারণে বর্তমান প্রজন্মকে এই পেশায় পুনরায় আকৃষ্ট করতে সরকারি পরিকল্পনার দাবি তুলেছেন তারা।

port artist | newsfront.co
মগ্ন শিল্পী ৷ নিজস্ব চিত্র

দুর্গোৎসব শেষে  এবার কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মাতবে মানুষ। সেই কারণে মৃৎ শিল্পীদের তৈরি নানান রকমের লক্ষ্মী প্রতিমা বাজারে আসছে । তেমনিভাবেই পট কিংবা সরা লক্ষ্মী প্রতিমা তৈরি করে বাজারে বিক্রি করতে শুরু করেছেন পট শিল্পীরা। করোনার কারণে এবছর বাজার এতটাই মন্দা যে পেটের তাগিদে সামান্য লাভ রেখেই পট বিক্রয় করতে বাধ্য হচ্ছে এই শিল্পীরা।

আরও পড়ুনঃ হবে না নিরঞ্জন, বড়িশা ক্লাবের প্রতিমা সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

artist | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চৈতার দুয়ারী পরিবারে কন্যা রূপে পূজিতা হন ধনদেবী

প্রতি বছর যে পট ৮০ -৯০ টাকায় বিক্রি করেন এই শিল্পীরা এবছর তা তারা ৫০-৬০ টাকাতে বা তারও কমে বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলে তারা জানিয়েছেন। তবুও কিছু মানুষের চাহিদা অনুযায়ী বালুরঘাটের গুটি কয়েক পটুয়া অল্পবিস্তর পট এবছর বানাচ্ছেন । শহরের খিদিরপুর এলাকায় ৪ থেকে ৫ টি বাড়িতেই শুধুমাত্র পট প্রতিমা তৈরি হয়।এবছর করোনা সংকটের কারণে একটি বাড়িতে খুব বেশি হলে  চাহিদা অনুযায়ী ১৫০ থেকে ২০০ টি প্রতিমা তৈরি করা হচ্ছে ।

খিদিরপুর এলাকার পটুয়ারা মূলত সব দেবতার প্রতিমা গড়েন পট আকারে কিন্তু অর্থনৈতিক অনৈক্যে নায্য দাম না পাওয়াটা এবছর বড় একটা সমস্যা এই শিল্পীদের। এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য সকলকেই সমান ভাবে দায়িত্ব নিতে হবে বলেই মত প্রকাশ করেছেন শিল্পীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here