করোনাভাইরাস আতঙ্কে বন্দরেও সতর্কতা, জানাল পোর্ট ট্রাস্ট

0
57

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা ভাইরাসের আতঙ্কে ইতিমধ্যেই বিশেষ প্রস্তুতি নিয়েছে দেশের সব বিমানবন্দর। কলকাতা বিমানবন্দরেও বিশেষ স্বাস্থ্য পরীক্ষা এবং স্ক্যানিংয়ের পর তবেই ছাড়া হচ্ছে রোগীদের। কলকাতা এবং হলদিয়া বন্দরে এই সংক্রান্ত বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার।

এদিন সাংবাদিকদের তিনি জানান, ভিন দেশ বা রাজ্য থেকে কলকাতা ও হলদিয়া বন্দরে আগত জাহাজের কর্মীদের স্বাস্থ্যপরীক্ষার পর পণ্য ওঠানো, নামানো করার অনুমোদন দেওয়া হলেও, কর্মীদের জরুরি অবস্থা ছাড়া জাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হচ্ছে না।

port trust announces coronavirus alertness in kolkata port | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার কলকাতায় পোর্ট ট্রাস্ট গেস্ট হাউসে এক সাংবাদিক বৈঠকে বিনীত কুমার বলেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে কলকাতা পোর্ট ট্রাস্ট এই রকমের একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে।

এখনও পর্যন্ত ২ টি চিন থেকে আগত সহ ৪৪১ টি জাহাজের মোট ৮ হাজার ১৪৫ জন জাহাজ কর্মী ও যাত্রীদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে কেবল ১ জন অসুস্থ জাহাজকর্মীকে করোনা সন্দেহে সম্পূর্ণ সহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও পরে তার মেডিকেল ব্যাকআপ শরীরে এই রোগের অস্তিত্ব মেলেনি।

আরও পড়ুনঃ ভারতে করোনা আক্রান্তে দ্বিতীয় মৃত্যু, এবার খোদ রাজধানীতেই

এছাড়া কলকাতা বন্দরে আসার আগে, জাহাজে কত কর্মী আছেন, তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে ও শেষ কোন বন্দরে তারা গিয়েছিলেন, তা বন্দরের স্বাস্থ্য আধিকারিককে ওই জাহাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জানাতে বলা হয়েছে।

অন্যদিকে, হলদিয়া বন্দর থেকে চিনে আকরিক লোহা রপ্তানি আপাতত বন্ধ রাখা হয়েছে। বন্দরের তারাতলায় হাসপাতালে ৮ শয্যার ও হলদিয়ার হাসপাতালে ৪ শয্যার আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। পোর্ট ট্রাস্টের ট্রাফিক বিভাগ জাহাজ এজেন্ট, কর্মী ও সংশ্লিষ্ট সব বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছে।

আরও পড়ুনঃ করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন বিদ্যালয় ও কলেজে সচেতনতা শিবির

ঐ বৈঠকে রোদ চশমা, মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের মতো বন্দর দিয়েও যাতে এই করোনা ভাইরাসের সংক্রমণ না করতে পারে , তার জন্য বন্দর কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত বলে জানান পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here