ঘাটাল মাষ্টার প্ল্যান রূপায়নের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি

0
92

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ মঞ্জুর করে পূর্ণাঙ্গ কাজ শুরু, বর্ষার পূর্বে দুর্বাচটী নদী ও চন্দ্রেশ্বর-গোমরাই- পায়রাশি খাল সংস্কার, পলাসপাই নদীর উপরে ভেঙে যাওয়া কাঠের সেতু নতুন করে নির্মান সহ ৮ দফা দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটির ডাকে এবং সাহেবঘাট ব্রিজ নির্মাণ কমিটির পক্ষ থেকে সাহেবঘাটে কংক্রীটের ব্রীজ নির্মানের দাবীতে আজ ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান – বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়।

Position demonstration program for implementation of Ghatal Master Plan
অবস্থান বিক্ষোভ। নিজস্ব চিত্র

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক দুলাল কর, সভাপতি বিকাশ হাজরা,যুগ্ম সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি,লেখক মুক্তি কুমার সিদ্ধান্ত প্রমুখ। অবস্থান মঞ্চ থেকে ঘাটালের এসডিও এবং ইরিগেশন এস.ডি.ও.র কাছে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধিদলে ছিলেন, মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটির পক্ষে নারায়ন চন্দ্র নায়ক,দেবাশীষ মাইতি,অরুন আদক ও সাহেবঘাট ব্রিজ নির্মান কমিটির পক্ষে কানাই লাল পাখিরা, প্রশান্ত কুমার মাজী,বিশ্বনাথ সামন্ত প্রমুখ। আধিকারিকগন দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বর্ষার পূর্বে সেচ দপ্তরের দেওয়া প্রতিশ্রুতি রূপায়ন করা নাহলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়নবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here