ফের করোনার থাবা পূর্ব মেদিনীপুরে

0
130

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

আবারো করোনা ভাইরাসের থাবা পূর্ব মেদিনীপুরে। এবার কোলাঘাট ব্লকের অন্তর্গত পরমানন্দপুর গ্রামের ঘটনা।জানা গেছে কর্মসূত্রে বছর ২৫ এর যুবক কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে নার্সের কাজ করেন।

corona | newsfront.co
নিজস্ব চিত্র

গত কয়েকদিন আগেই কলকাতা থেকে বাড়িতে চলে আসেন তিনি। তারপরই বিভিন্ন শারিরীক সমস্যায় পড়েন। যদিও প্রথমে তেমন কিছু শরীরে ধরা পড়েনি ঐ যুবকের।

আরও পড়ুনঃ দিল্লি সংখ্যালঘু কমিশনের প্রধানকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা হাইকোর্টের

তবে মঙ্গলবার দুপুরে করোনা পজেটিভ ধরা পড়ে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। এরপরই আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা পরমানন্দপুর গ্রামে আসেন।পরে ঐ যুবককে কলকাতায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এরপরই তৎপর হয় প্রশাসন। ঘটনাস্থলে যায় পুলিশ।

তবে কোলাঘাট ব্লকে প্রথম ধরা পড়লো করোনা রোগী। এর ফলে এলাকায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজকুমার কুন্ডু জানান, বিষয়টি প্রশাসনের নজরে আছে।

সমস্ত রকম সাবধনতা এলাকায় গ্রহণ করা হবে প্রশাসনের তরফ থেকে। তাছাড়া ঐ রোগীর সমস্তরকম খবরাখবর রাখা হচ্ছে। ঐ পরিবারের আরো তিনজনকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here