নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
চেকের মাধ্যমে পেমেন্ট নিয়ে জালিয়াতির ঘটনা এখন প্রায়ই ঘটে। মাঝেমধ্যেই শিরোনামে আসে এই সংক্রান্ত একাধিক খবর। জালিয়াতদের খপ্পরে পড়ে বিপাকে পড়েন অনেকেই। তাই সেই জালিয়াতি রুখতে এবার চেক পেমেন্টের ক্ষেত্রে বড়সড় বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
এবার থেকে চেকে ৫০ হাজার টাকার বেশি পেমেন্ট করতে গেলে নতুন পদ্ধতিতে তা যাচাই করা হবে। আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ‘পজিটিভ পে সিস্টেম’ নামে এই পদ্ধতি কার্যকর হবে। এমনটাই জানানো হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে।
কিন্তু কী আছে এই নয়া পদ্ধতিতে? জানা গিয়েছে, এই ব্যবস্থায় ৫০ হাজার টাকা বা তার বেশি টাকার পেমেন্ট হলেই এই ‘পজিটিভ পে সিস্টেম’ পদ্ধতিতে তা যাচাই করা হবে। এক্ষেত্রে প্রদানকারীর সই মেলানো ছাড়াও অন্যান্য আরও তথ্য যাচাই করবে ব্যাঙ্ক। যিনি চেক দিচ্ছেন, সেই গ্রাহক এই সুবিধা নিতে ইচ্ছুক হলে তবেই এই সুবিধা মিলবে।
আরও পড়ুনঃ পিএম কেয়ারে আরবিআই এলআইসি-সহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের দান ২০৫ কোটি
যদিও ৫ লক্ষ টাকা বা তার বেশি অংকের চেকের ক্ষেত্রে ‘পজিটিভ পে সিস্টেম’ বাধ্যতামূলক হতে পারে। এই পদ্ধতিতে, কাউকে চেক দেওয়ার পরে প্রাপক সেটি ব্যাঙ্কে জমা দিলেই পেমেন্ট পাবেন না। যিনি চেক দিয়েছেন তাঁকে ব্যাঙ্কের চাহিদা মতো কিছু তথ্য দিতে হবে।
আরও পড়ুনঃ ট্র্যাক্টরে আগুন জ্বালিয়ে কৃষি বিলের প্রতিবাদ ইন্ডিয়া গেটের সামনে
এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং বা এটিএম-এর মাধ্যমে চেকের তারিখ, কার নামে চেক দেওয়া হয়েছে এবং টাকার অঙ্ক-সহ একাধিক তথ্য জানাতে হবে। এর পরেই চেক মারফৎ দেওয়া টাকা গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাবে।
আরবিআই-এর নির্দেশ অনুযায়ী, চেক এবং গ্রাহকের দেওয়া তথ্য মেলার পরেই হবে লেনদেন। একটি ব্যাঙ্কের চেক অন্য ব্যাঙ্ক থেকে ভাঙানোর যে ব্যবস্থা (চেক ট্রানজাকশন সিস্টেম), তাতে কোনও গরমিল ধরা পড়লে দুই ব্যাঙ্কই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এনপিসিআই-এর তরফ থেকে ব্যাঙ্কগুলোকে ‘পজিটিভ পে সিস্টেম’-এর অন্তর্ভূক্ত করা হবে। আগামী বছর থেকে এই নতুন ব্যবস্থা চালু হলেও এখন থেকেই ব্যাঙ্কগুলোকে গ্রাহকদের এ ব্যাপারে সচেতন করার নির্দেশ দিয়েছে আরবিআই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584