প্রযুক্তি ডেস্কঃ
বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি তার গ্রাহকদের এটিএম সুবিধা প্রদানের মাধ্যমে প্রতিদিন মোটা অংকের টাকা তোলার সুবিধা দীর্ঘদিন আগেই করে দিয়েছে । মাসে প্রয়োজনমতো বেশ কয়েকবার বিনাশুল্কে ট্রানজেকশনের সুবিধাও থাকে ওই ব্যাঙ্ক এটিএম গুলোতে ।
এখন এই সুবিধা প্রদানের ক্ষেত্রে পিছিয়ে নেই ভারত সরকারের পোস্ট বিভাগও। এখন থাকছে
ভারতীয় পোস্টের সেভিংস অ্যাকাউন্ট থেকে এটিএম সুবিধা সহ প্রতিদিন ২৫০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ তোলার নিরাপদ সুবিধা।
মাত্র ২০ টাকায় ভারতীয় পোস্ট বিভাগের গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট খুলতে পারেন । গ্রাহকের সুবিধা মত থাকছে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট একাউন্ট, সিনিয়র নাগরিক সঞ্চয় প্রকল্প (এসসিএসএস) অ্যাকাউন্ট এবং পুনর্নবীকরণ আমানত অ্যাকাউন্ট খোলার সুযোগ । ভারতীয় পোস্ট বিভাগের এর ওয়েবসাইট indiapost.gov.in সূত্রে জানা যায় যে বর্তমানে সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট এর ক্ষেত্রে বাৎসরিক সুদের হার ৪ শতাংশ । তথ্য অনুযায়ী ভারতীয় পোস্টের সেভিংস একাউন্টের সাথে সারা দেশের ১.৫ লক্ষাধিক ডাকঘরের যোগসূত্র রয়েছে ।এর সাথে এটিএম সুবিধাও কার্যকরী ।
ভারতীয় পোস্ট কর্তৃক নির্ধারিত এটিএম লেনদেনের সীমা ও চার্জগুলি নিম্নরূপঃ
১. প্রতি ট্রানজেকশনে সর্বোচ্চ ১০০০০ টাকা তোলার সুবিধা সহ ভারতীয় ডাক বিভাগ এটিএম কার্ডের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ তোলার সুযোগ দিচ্ছে ।
২. পোস্ট বিভাগীয় এটিএম গুলিতে মাসে পাঁচটি লেনদেন বিনা শুল্কে করা যাবে । এই লেনদেন পোস্ট অফিস এটিএমগুলিতে পরিচালিত আর্থিক এবং অ-আর্থিক লেনদেনের অন্তর্ভুক্ত।
৩.মেট্রো শহরে অন্যান্য ব্যাংকের এটিএমগুলিতে ব্যবহৃত ডেবিট কার্ড থেকে এক মাসে তিনটি ফ্রি লেনদেনের অনুমতি দিচ্ছে ভারতীয় ডাক বিভাগের এটিএম গুলি ।নন – মেট্রো শহরে, এই লেনদেনের সীমা মাসে পাঁচটি।
ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট সূত্রে জানা গেছে যে অন্যান্য ব্যাংক এটিএমগুলিতে অনুমতিপ্রাপ্ত ফ্রি লেনদেনের সীমা ছাড়িয়ে আর্থিক এবং অ আর্থিক লেনদেন করলে ২০ টাকা + প্রযোজ্য জিএসটি ।
৪. মহানগরীর পাশাপাশি অ-মেট্রো শহরে, নির্ধারিত সীমাগুলি আর্থিক এবং অ-আর্থিক লেনদেনের অন্তর্ভুক্ত।
৫.অন্যান্য ব্যাংকের এটিএমগুলিতে, নির্ধারিত সংখ্যক বিনামূল্যে লেনদেনের বাইরে কোনও লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ করা হবে। পোস্ট বিভাগ অনুযায়ী ২০ টাকার সাথে প্রযোজ্য জিএসটি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584